,

২৫ কোটি টাকা ব্যায়ে হবিগঞ্জ মেডিকেল কলেজের উদ্বোধন আগামী নির্বাচন শেখ হাসিনার অধিনেই হবে -স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

জুয়েল চৌধুরী ॥ শুধু ‘জয়বাংলা’ শ্লোগান দিলেই ভোট বাড়বে না, জনগণের সেবা করেন নৌকায় ভোট বাড়বে তিনি দেশের চলমান উন্নয়ন প্রক্রিয়া অব্যাহত রাখতে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে বলেও তিনি তার বক্তব্যে বলেন। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। গতকাল বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জের কালেক্টরেট প্রাঙ্গণের নিমতলায় স্বাস্থ্য বিভাগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত এ কথাগুলি বলেন। আমেরিকা, ভারত ও (২য় পৃষ্টায় দেখুন) ব্রিটেনের নির্বাচন প্রক্রিয়ার উদাহরণ টেনে তিনি আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন সাংবিধানিকভাবে শেখ হাসিনার অধিনেই অনুষ্ঠিত হবে। আমেরিকার নির্বাচনে ওবামা, ভারতে মনমোহন সিং ও ইংল্যান্ডে তেরেসা মে’র অধিনেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওইসব নির্বাচনে যারা বিজয়ী হয়েছে তারাই ক্ষমতায় এসেছে। খালেদা জিয়ার উদ্দেশে মন্ত্রী বলেন, খালেদা জিয়া ভয় পান কেন? প্রকাশ্য ভোট হবে। জ্বালাও পোড়াও রাজনীতি বন্ধ করে নির্বাচনে আসেন। বাংলাদেশেও জনগণ যাকে ভোট দেবে সেই ক্ষমতায় যাবে। আমরা তা মেনে নেব। মন্ত্রী বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় বাংলাদেশে আর কোন নির্বাচন হবে না। বর্তমান সরকারই আগামী সংসদ নির্বাচনে নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। তখন সরকার শুধু রুটিন কাজ করবে, আর নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। বাংলাদেশে অবশ্যই গণতান্ত্রিক পদ্ধতিতে যথা সময়ে নির্বাচন হবে। এর আগে, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম হবিগঞ্জে নব-নির্মিত ২৫ কোটি টাকা ব্যায়ে ২৫০ শয্যা বিশিষ্ট ৬ তলা হাসপাতাল ভবনের উদ্বোধন করেন। সমাবেশে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এডভাকেট মোঃ আবু জাহিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব মোঃ সিরাজুল ইসলাম, হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, জেলা প্রশাসক সাবিনা আলম, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুর্শেদ আহমদ চৌধুরী, সাবেক পৌর চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা শহীদ উদ্দিন চৌধুরী, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রথিন্দ্র চন্দ্র দে প্রমুখ। স্বাগত বক্তৃতা করেন সিভিল সার্জন ডাঃ সুচিন্ত চৌধুরী। এছাড়া স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম তাঁর বক্তব্যে আরও বলেন, আগামী ১০ জানুয়ারি থেকে হবিগঞ্জ মেডিকেল কলেজের ৫০ শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু হবে। ওই কলেজের নামকরণ শেখ হাসিনার নামে করার বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতি নেয়া হবে। বর্তমান সরকার ৬ হাজার ডাক্তার ও ১০ হাজার নার্স নিয়োগ করায় জনসাধারণের চিকিৎসা সুবিধা বৃদ্ধি পেয়েছে। আওয়ামীলীগকে হবিগঞ্জবাসী বার বার ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। তাই হবিগঞ্জের উন্নয়নে সরকার ভূমিকা রাখছে। তিনি বলেন, জঙ্গি দমনে ইউরোপ, আমেরিকা ব্যর্থ হলেও শেখ হাসিনা সরকার জীবনের ঝুঁকি নিয়ে ৩ মাসের মধ্যেই জঙ্গি দমন করে বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন। শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে দেশে আবার জঙ্গি উত্থান হবে। মন্ত্রী বর্তমান সরকারের স্বাস্থ্য, যোগাযোগ ও বিদ্যুৎ খাতে উন্নয়নের ব্যাখ্যা করে বলেন, সারা দেশে বিদ্যুৎ দিয়ে শেখ হাসিনা আলোকিত করেছেন। খালেদা জিয়া ক্ষমতায় এলে দেশ অন্ধকারে নিমজ্জিত হবে।


     এই বিভাগের আরো খবর