,

লাল-সবুজ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে নবীগঞ্জে ২য় বৃত্তি প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ৯নং বাউসা ইউনিয়নস্থ লাল-সবুজ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ২য় বৃত্তি প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ
অনুষ্ঠান-২০১৭ সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল ৩টায় বাউসা ইউনিয়নের চৌধুরী বাজারে ইউপি চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিকের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক জুনেদ আহমেদ ছামী এবং সদস্য শাহীন আলমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মদন-মোহন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ এস.এম হাবিবউল্লাহ সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ জে.কে মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ খোরশেদ আলম, হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (রহ.) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হারুন মিয়া, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ১৩নং এলাকার পরিচালক মোঃ শফিকুর রহমান, বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি নবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর বখত চৌধুরী,  হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (রহ.) উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আব্দুল হাফিজ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোঃ জসীম উদ্দিন। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ ছুরুক মিয়া, মুহিবুর রহমান চৌধুরী, এইচ.এম মাসুদ বিননুর, বদরুল আলম, ইছমত আহমেদ, শাহ মর্তুজ আলী, মোঃ গিয়াস উদ্দিন, মহাদেব রায়, সংগঠনের সহ-সভাপতি মোঃ মোকাদ্দিছ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর আজিম, সাংগঠনিক সম্পাদক শামশুদ্দিন, অর্থ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক অলিউর রহমান, দপ্তর সম্পাদক মহসীন হোসাইন, শিক্ষা ও ক্রিড়া সম্পাদক আবু বকর, সদস্য যথাক্রমে আবুল হাসান, হাফিজ সুমন, মোজাক্কির হোসাইন, আব্দুর রহমান, আরিফুল ফাহিম, তানভীর আহমেদ মুন্না, দ্বিগবিজয় শ্যামল, মাহবুবুর রহমান ফাহিম, আল-আমিন প্রমূখ। অনুষ্ঠানে ৫ম শ্রেণির ২ জন শিক্ষার্থীকে ট্যালেন্টপুল ও ১১ জনকে সাধারধণ বিভাগে এবং ৮ম শ্রেণি থেকে ৩ জন শিক্ষার্থীকে সাধারণ বিভাগে মেধা বৃত্তি হিসেবে নগদ অর্থ, সদনপত্র, সম্মাননা স্মারক, শিক্ষা উপকরণ ও মেধাবৃত্তি পরীক্ষায় ১২০ জন অংশগ্রহণকারী শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়। লাল-সবুজ সমাজ কল্যাণ পরিষদের পক্ষে ডাঃ এস.এম হাবিবউল্লাহ সেলিম ৫ম শ্রেণির ২ জন ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ৮ম শ্রেণি পর্যন্ত লেখা পড়ার খরচ বহন করার দায়িত্বভার গ্রহণ করেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো- পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শেণির ছাত্র নাজমুল আলম সাকিব (ট্যালেন্টপুল), বদরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শেণির ছাত্র শ্রাবন দেব (ট্যালেন্টপুল), দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া শিমু তানজিলা, ঋতুশ্রী সরকার বৃষ্টি, মিলি রানী ঘোষ, বদরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইফাতুর রহমান শাহি, আব্দুল মোবিন সিদ্দিকী, মাদারল্যান্ড আইডিয়াল স্কুলের ফাহমিদা আক্তার, আবু ইউসুফ, জেরিন আক্তার বকস আলফা, নিজচৌকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেবশ্রী ঘোষ, শাহ তাজ উদ্দিন কে.জি স্কুলের ছাইমা সিদ্দিকা তালুকদার, ৮ম শ্রেণি থেকে মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (রহ.) উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এমরান আহমদ, তাবাস্সুম চৌধুরী ও ফৌজিয়া চৌধুরী। সভায় উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে লাল-সবুজ সমাজ কল্যাণ পরিষদ একের পর এক জন কল্যাণ মূলক কর্মকান্ডের ভূয়সী প্রসংশা করে বলেন ভবিষ্যতে তাদের সকল কর্মকান্ডে আমাদের সহযোগীতা অব্যাহত থাকবে। বাউসা ইউনিয়নের শিক্ষা উন্নয়নে অবদান রাখায় লাল-সবুজ সমাজ কল্যাণ পরিষদকে ইউনিয়নের শিক্ষকবৃন্দের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে ইউনিয়নের সকল শিক্ষকবৃন্দকে সার্বিক সহযোগীতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।


     এই বিভাগের আরো খবর