,

বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণে ইউনেস্কোর স্বীকৃতি লাভে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচী

স্টাপ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর “ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টার (ওহঃবৎহধঃরড়হধষ গবসড়ৎু ড়ভ ঃযব ডড়ৎষফ জবমরংঃবৎ) ”-এ অন্তর্ভুক্তির মাধ্যমে “বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য (ডড়ৎষফ উড়পঁসবহঃধৎু ঐবৎরঃধমব)” হিসেবে স্বীকৃতি লাভের অসামান্য অর্জনকে সারাদেশে একই দিনে ‘আনন্দ শোভাযাত্রা’র মাধ্যমে উদযাপন উপলক্ষ্যে আজ শনিবার নবীগঞ্জ উপজেলা প্রশাসন, বিভিন্ন কর্মসূচী গ্রহন করছে। সকাল ১০টায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ১০.১৫ মিনিটে জাতির পিতা ও তাঁর পরিবারের সদস্যদের জন্য দোয়া। ১০.৩০ টায় আনন্দ শোভাযাত্রা। দুপুর ১২ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শন [ওরা ১১ জন]।  উপজেলা পরিষদ অডিটোরিয়াম অনুষ্ঠিত হবে। উক্ত আনন্দ শোভাযাত্রাকে সফল ও সার্থক করার লক্ষ্যে এবং সকল কর্মসূচিতে সকলের অংশগ্রহণ কামনা করছেন উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার।


     এই বিভাগের আরো খবর