,

তৃতীয়বার সাম্বা ডি. অর জিতলেন নেইমার

NAIMAR=14

সময় ডেস্ক \ তৃতীয়বারের মতো সাম্বা ডি’অর পুরস্কার জিতলেন ব্রাজিল ও পিএসজি তারকা নেইমার। ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলছে এমন ব্রাজিলিয়ান ফুটবলারদের মধ্য থেকে প্রতিবছর একজনকে এই পুরস্কার দেয়া হয়। ম্যানচেস্টার সিটির গ্যাব্রিয়েল জিসাস ও লিভারপুলের ফিলিপে কুটিনহোকে পেছনে ফেলে এই পুরস্কার জিতেছেন নেইমার। এর আগে ২০১৪ ও ২০১৫ সালে নেইমার এই পুরস্কার জিতেছিলেন। সে সময় তিনি খেলতেন বার্সেলোনার হয়ে। ফ্যান, সাংবাদিক ও নির্বাচিত সাবেক খেলোয়াড়দের ভোটে সাম্বা ডি’অর পুরস্কার জয়ী নির্ধারিত হয়। ২০০৮ সাল থেকে এই পুরস্কার দেয়া শুরু হয়। প্রথমবার এই পুরস্কার জিতেছিলেন কাকা। নেইমারের আগে থিয়াগো সিলভা তিনবার এই পুরস্কার জিতেছিলেন। নেইমারের পরিবর্তিত হিসাবে লিভারপুল তারকা ফিলিপে কুটিনহোকে দলে ভেড়াতে পারে বার্সেলোনা। আপাতত সেরকমই শোনা যাচ্ছে। গতবছর সাম্বা ডি’অর পুরস্কার জিতেছিলেন কুটিনহো। কিন্তু এবার ভোটে দ্বিতীয় হয়েছেন তিনি।


     এই বিভাগের আরো খবর