,

নবীগঞ্জে আদালতের আদেশ অমান্য করে বিল্ডিং নির্মাণ

শাহ্ সুলতান আহমেদ ॥ নবীগঞ্জ উপজেলায় নিরিহ লোকেরা তাদের পিতৃ সম্পত্তি রক্ষা করতে আইনের আশ্রয় নিয়েও কোন সুফল পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। প্রতিপক্ষ লোকেরা আদালতের আদেশকে অমান্য করে ছল-চাতুরির মাধ্যমে বিল্ডিং নির্মাণে ব্যস্ত রয়েছে। সুত্রে প্রকাশ, ওই উপজেলার দীঘলবাক ইউনিয়নের ফাদুল্লা গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়ার পুত্র ও কন্যাদের পিতৃ সম্পত্তি ফাদুল্লা মৌজার এস.এ খতিয়ান ২১০ আর.এস খতিয়ান ২৫১ এস.এ দাগ নং ১৪১ ও ১৪৪ আর.এস দাগ নং ১১৩ এতে ৪৬ শতাংশ বোর ও আমন রকম ভূমি রয়েছে। ওই ভুমির দিকে কুদৃষ্টি পড়ে এবং ভুমি তাদের বলে দাবি করেন একই গ্রামের মৃত নাজিম উল্লার পুত্র ও কনর মিয়া, বিলাল মিয়া, জাবেল মিয়া, কন্যা আফিয়া বেগম, রাজিয়া বেগম, রুহেনা খাতুন, সালমা বেগম, সিদ্দিকা বেগম, ওয়াহিদা বেগম ও নাজিম উল্লার স্ত্রী চমকতারা বিবি। তারা ঐক্যজোট হয়ে ওই সম্পত্তি আত্মসাৎ করার পাঁয়তারা করেন। এতে হবিগঞ্জ আদালতের শরনাপন্ন হন ভুমির মালিক মৃত আব্দুল লতিফ মিয়ার পুত্র আব্দুল নুর ও সমসুর নুর গংরা। তারা গত ২৮ শে ফেব্রুয়ারি হবিগঞ্জ বিজ্ঞ আদালতে সম্পদ রক্ষার জন্য মামলা দায়ের করেন। আদালত তাদের মামলাটি আমলে নিয়ে ২০ দিনের মধ্যে জবাব প্রদান এবং ওই ভুমিতে আসামীদের কাজ না করার নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু মামলার সংবাদ শোনে প্রতিপক্ষ কনর মিয়া, বিলাল মিয়া, জাবেল মিয়া গং ঐক্যজোট হয়ে ওই ভূমিতে ছল-চাতুরী করে বিল্ডিং নির্মাণ করছেন বলে অভিযোগ করেন সমসুর নুর মিয়া ও তার পক্ষের লোকজন।


     এই বিভাগের আরো খবর