,

দুই দফায় টাকা তোলেও হয়নি অনুষ্ঠান, নবীগঞ্জে আউশকান্দি কলেজে হীরক জয়ন্তীর নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এ ৭৫ বৎসর পূর্তি উপলক্ষ্যে হীরক জয়ন্তী পালনের নাম করে বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এনিয়ে প্রবাসী প্রাক্তণ ছাত্র-ছাত্রী ও বর্তমান শিক্ষার্থীসহ স্থানীয় সচেতন মহলে চাপা ক্ষোভ বিরাজ করছে। জানা যায়, আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ প্রায় দুই হাজার শিক্ষার্থী লেখাপড়া করে। বিগত ২০১৫ সালে ওই কলেজের এ ৭৫-বৎসর পূর্তি উপলক্ষ্যে হীরক জয়ন্তী পালনের নাম করে বিদ্যালয় কর্তৃপক্ষ প্রথম দফায় শিক্ষার্থীদের নিকট রেজিস্ট্রেশন ফি’র সঙ্গেঁ আলাদা ২০০ টাকা করে চাঁদা আদায় করে। অধ্যয়নরত শিক্ষার্থী ছাড়াও প্রাক্তণ শিক্ষার্থীসহ বিত্তবান লোকজনদের নিকট থেকে অনুষ্ঠানের নাম করে টাকা উত্তোলন করা হয়। কিন্তু রহস্যজনক কারণে ওই সময় হীরক জয়ন্তী অনুষ্ঠান পালন করা হয়নি। এমনকি উত্তোলনকৃত টাকাও ফেরত দেয়া হয়নি। এদিকে ২০১৮ সালে একই কায়দায় শিক্ষার্থীদের নিকট থেকে হীরক জয়ন্তী পালনের নাম করে ফের দ্বিতীয় দফায় ভর্তি ফি’র সঙ্গে ২০০ টাকা করে চাঁদা তোলা হয়। দুই দফায় টাকা উত্তোলন করা হলেও রহস্যজনক কারণে হয়নি হীরক জয়ন্তীর কোনো অনুষ্ঠান। দুই দফায় টাকা উত্তোলন করা হলেও এসব টাকা গেল কোথায় এমন প্রশ্ন জনমনে বিরাজ করছে। আউশকান্দি বাজারের একজন হোমিও ফার্মেসির ডাক্তার জানান, হীরক জয়ন্তীর নাম করে তার কাছ থেকে ”১০০০” টাকা নেয়া হয়, অনুষ্ঠান হয়নি টাকাও তিনি পাননি। নাম প্রকাশে অনিচ্ছুক আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর প্রাক্তণ এক (লন্ডন প্রবাসী) শিক্ষার্থী বলেন, টাকা দিলাম, অনুষ্ঠানের কোনো খোঁজ খবর নাই টাকারও কোনো হদিছ নাই। এ বিষয়ে আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, হীরক জয়ন্তীর উৎযাপন উপলক্ষ্যে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে যে টাকা তোলা হয়েছে অনুষ্ঠান না হওয়ায় সে টাকা পরবর্তী মাসের বেতনের সঙ্গে কর্তন করে নেয়া হবে। এছাড়া এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হীরক জয়ন্তী পালনের জন্য একবার টাকা তোলা হয়েছে এর আগে যদি কেউ টাকা তোলে থাকে সে বিষয়ে তিনি কিছুই জানেন না। এ ব্যাপারে আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ম্যানেজিং কমিটি সভাপতি সুহুল আমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, হীড়ক জয়ন্তী সম্পর্কে তিনি কিছুই জানেন না বরং টাকা তুলেছেন প্রধান শিক্ষক তিনি কোন টাকা তুলেননি।


     এই বিভাগের আরো খবর