,

নবীগঞ্জের কামড়াখাইয়ে সড়ক ভেঙ্গে যাওয়ায় লক্ষাধিক মানুষ দুর্ভোগে

সলিল বরণ দাশ ॥ নবীগঞ্জ উপজেলার কামড়াখাইয়ের কলাবাগানে একটি সেতুর সংযোগ সড়ক ভেঙ্গে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন লক্ষাধিক মানুষ। ওই এলাকার বিবিয়ানার নদীর সংযোগ খালের ওপর অবস্থিত সেতুটির উপর দিয়ে নবীগঞ্জ, বানিয়াচং, দিরাই ও আজমিরিগঞ্জ উপজেলার লক্ষাধিক মানুষ এ সেতু দিয়ে চলাচল করেন। প্রায় ১ মাস পূর্বে সেতুটিতে ফাটল ধরে ও সংযোগ সড়ক ভেঙ্গে যায়। কিন্তু দীর্ঘদিনেও রাস্তা ও সেতু সংস্কার না হওয়ায় নবীগঞ্জ উপজেলার সঙ্গে যোগাযোগ রক্ষাকারী বানিয়াচং উপজেলার মার্কুলি বাজার, আজমিরিগঞ্জ উপজেলার পাহাড়পুর বাজার ও দিরাই উপজেলার বোয়ালিয়া বাজারসহ আশে-পাশের ২০-২৫টি গ্রামের সাথে সংযুক্ত কয়েকটি সড়কে দীর্ঘদিন ধরে সবধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এ কারণে লক্ষাধিক মানুষ চরম দূর্ভোগে পড়েছেন। ১ নং বড় ভাকৈর (পঞ্চিম) ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড সদস্য আনসার মিয়া জানান, দীর্ঘদিন পর সংস্কারের পর নবীগঞ্জ-মারকুলি সড়কটির যান চলাচল স্বাভাবিক হলে আবারও সংযোগ সড়কের জন্য মাস না ঘুরতে সড়কটি বন্ধ হয়ে গেল। ফলে নবীগঞ্জসহ পার্শ্ববর্তী ৩টি উপজেলার লক্ষাধিক মানুষ সড়কটি ব্যবহার করতে পারছেনা। ওই সড়ক ৩টি উপজেলার সাথে রাজধানী ঢাকার সাথে সুবিধাজনক সড়কপথ বিধায় যানবাহনের চাপ বেশি ছিল। এদিকে গতবারের বন্যায় বাঁধ ভেঙ্গে অতিরিক্ত পানি প্রবাহ এবং এবার স্থানীয়দের বাধা সত্ত্বেও খালে মাছ ধরার জন্য সংযোগ সড়কে ভাঙ্গন ও খালের উপর নির্মিত ব্রিজটিতে ফাঁটল দেখা দিয়েছে। সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় এই অঞ্চলের গুরুত্বপূর্ন মারকুলি মাছের বাজারের সাথে ঢাকাসহ সারা দেশে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় মারকুলি বাজারের কয়েক হাজার ব্যবসা প্রতিষ্ঠান ও মৎস্য ব্যবসায়ীরা বিপাকে পড়েছে। এ ব্যপারে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান সত্যজিৎ দাশ বলেন, অবিলম্বে সংযোগ সড়ক সংস্কার ও ফাঁটল ধরা ঝুঁকিপূর্ণ  ব্রিজের জায়গায় বেলী ব্রিজ স্থাপন করা জন্য  উপজেলা ও জেলার এলজিডি কর্মকর্তা ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট এমপি মহোদয়দের সাথে কথা বলেছেন। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা এলজিডি প্রকৌশলী  মোঃ সৈয়দুর রহমান বলেন, ব্রিজ ও রাস্তা পরির্দশন করে সংযোগ সড়ক মেরামতের জন্য ঢাকায় প্রস্তাব পাঠানো হয়েছে। সপ্তাহ খানেকের মধ্যে বরাদ্দ পেলে সংযোগ সড়ক ও ব্রিজটি সংস্কারপূর্বক যান চলাচল স্বাভাবিক রাখার ব্যবস্থা করা হবে।


     এই বিভাগের আরো খবর