,

Exif_JPEG_420

চুনারুঘাটে ১০ম শ্রেণির ছাত্রকে কুপিয়ে গুরুতর আহত ॥ থানায় মামলা দায়ের

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের আতিকপুর গ্রামের হাছন আলীর পুত্র শাকিব মিয়া (১৮) পূর্ব বিরোধের জেরধরে একদল দুর্বৃত্তরা ১০ম শ্রেণির ছাত্র শাকিবের ডান হাত কুপিয়ে ক্ষতবিক্ষত করে দিয়েছে। জানা যায়, গত ১৪ এপ্রিল ২০১৮ইং শনিবার সকাল ৯ টায় শাকিব তার বাবার ধান্য বোরো জমি দেখতে যায়। এ সময় আক্তার মিয়াসহ একদল দুর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে হাছন আলীর বোরো ধান্য জমি থেকে পাকা ধান কেটে নিয়ে পালিয়ে যাওয়ার সময় শাকিব মিয়া এতে বাধা দিলে শাকিব মিয়াকে একা পেয়ে আক্তার মিয়া, জামাল মিয়া, তামশা মিয়া, মনির হোসেনসহ একদল দুর্বৃত্তরা আটক করে শাকিব মিয়াকে বেধরক কুপিয়ে তার ডান ক্ষতবিক্ষত করে পালিয়ে যায়। আহত শাকিব মিয়ার আত্মচিৎকারে স্থানীয় লোকজনরা এগিয়ে এসে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত শাকিব মিয়া জানায়, উপজেলার রাণীগাঁও ইউনিয়নের আতিকপুর একই গ্রামের আক্তার মিয়াসহ একদল দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রসস্ত্র দায়ের আঘাতে শাকিব মিয়ার ডান হাত কুপিয়ে ক্ষতবিক্ষত করে পালিয়ে যায়। আহত শাকিব মিয়ার পিতা হাছন আলী বাদী হয়ে চুনারুঘাট থানায় ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। আহত শাকিব মিয়া চুনারুঘাট উপজেলার মিরাশী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। এ ব্যাপারে শনিবার সন্ধ্যায় চুনারুঘাট থানার ওসি কে.এম আজমিরুজ্জামান অভিযোগটি আমলে নিয়ে মামলা রুজু করেন।


     এই বিভাগের আরো খবর