,

শায়েস্তাগঞ্জে পুলিশ- শ্রমিক সংঘর্ষের ঘটনায় ৭’শ জনের বিরুদ্ধে মামলা ॥ গ্রেফতার ১০

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুরে পুলিশ-অটোরিকশা সিএনজি শ্রমিক সংঘর্ষের ঘটনায় পুলিশসহ অর্ধশতাধিক আহত হওয়ার ঘটনায় ৭’শ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় পুলিশ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার  করেছে থানা পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করে। গতকাল শনিবার তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ওসি আনিসুর রহমান বলেন, গত ২৭ এপ্রিল শুক্রবার সকালে শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নছরতপুর নামক স্থানে সিএনজি শ্রমিকরা উত্তেজিত হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সংঘর্ষে ১৫ জন পুলিশ আহত হয়। এ ঘটনায় শায়েস্থাগঞ্জ থানার এসআই আব্দুল ওয়াদুদ বাদী হয়ে এসল্ট মামলা দায়ের করেছে। ৮৮ জনের নাম উল্লেখ ছাড়াও এ মামলায় অজ্ঞাত ৭’শ জনকে আসামী করা হয়েছে। মামলাটি তদন্ত করছেন ওসি (তদন্ত) মানিকুল ইসলাম। পুলিশ বাকী আসামীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে। উল্লেখ্য, শায়েস্থাগঞ্জ পৌর শহর থেকে নূরপুর ও ব্রাম্মনডোরা ইউনিয়নের অন্তভুক্ত সুতাংয়ে ও অলিপুর যেতে মহাসড়ক ব্যবহার করতে হয়। কিন্তু মহাসড়কে সিএনজি চলাচল করতে নিষেধাজ্ঞা থাকায় সিএনজি চালকরা বিপাকে পরেছে। শায়েস্থাগঞ্জ থানা ও শায়েস্থাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ সরকারী আইন রায় কাজ করতে গিয়ে মহাসড়কে সিএনজি অটোরিক্সা প্রবেশ করলে আঠক করে পুলিশ। অনেক সময় নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা-সিলেট মহাসড়কে অটোরিকশা সিএনজি চলাচল করলে বন্ধ রাখার নির্দেশ দেয় পুলিশ। এর প্রতিবাদে গত শুক্রবার শায়েস্তাগঞ্জের অটোরিকশা সংগঠনের শত শত শ্রমিকরা ব্যানার-ফেস্টুন নিয়ে মহাসড়কের শায়েস্তাগঞ্জের নছরতপুর, দেউন্দি রাস্তার মোড় ও সিএনজি গ্যাস পাম্পের কাছে অবস্থান নেয়। এ সময় পুলিশ তাদের সরে যেতে বললে নছরতপুর নামক স্থানে পুলিশ-শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ঘটে।


     এই বিভাগের আরো খবর