,

শ্রমিকদের পরিশ্রম ছাড়া কখনো অর্থনীতির চাকা সচল হয় না -মে দিবসে সরকারি কর্মসূচিতে এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন দেশের অর্থনীতি এবং উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো শ্রমিক। শ্রমিকদের পরিশশ্রম ছাড়া কখনো অর্থনীতির চাকা সচল হয় না। মেহনতী শ্রমিকদের ঘাম ঝড়ানো পরিশ্রমের কারণেই আজ বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। মহান মে দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত সরকারি কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। গত মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিম তলা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আর আগে জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এড. মোঃ আবু জাহির। আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার আ স ম শামছুর রহমান ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফজলুল জাহিদ পাভেল, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী ও কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন কেন্দ্রীয় সভাপতি ফরিদ আহমেদ রাজু প্রমুখ।


     এই বিভাগের আরো খবর