,

ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে খানা-খন্দে ভরা, যাত্রীদের দুর্ভোগ চরমে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে খানা-খন্দ বেড়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় ছোট-বড় অনেক খানা খন্দ সৃষ্টি হওয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কার করছেন মহাসড়কে যাতায়াতকারীরা। মহাসড়কটিতে দেখা যায়, বিভিন্ন স্থানে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। দূর্ঘটনার আশংকা থাকার পরও যানবাহনে করে মহাসড়কটিতে প্রতিদিন হাজার হাজার যাত্রীকে চলাচল করতে হচ্ছে। এ অবস্থা লস্করপুর রেলগেইট নতুন ব্রীজ কদমতলি সুতাং শাহাজিবাজার থেকে মাধবপুর পর্যন্ত। দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারী প্রতিষ্ঠান সড়ক সংস্কারে নিম্নমানের কাজ করায় সৃষ্ট খানা-খান্দের কারণেই দিন দিন সড়ক দুর্ঘটনা ও দুর্ভোগ বেড়ে যাচ্ছে বলে স্থানীয় লোকজনের অভিযোগ। সওজ কতৃপক্ষ জানান, ঢাকা-সিলেট মহাসড়কে এলজিআরডি কর্তৃক স্থানীয় এক ঠিকাদারী প্রতিষ্টান (জংদেবী) নামের এই প্রতিষ্ঠানকে ছয় মাসের চুক্তিতে সংস্কারের কাজ দেওয়া হয়েছে। উক্ত ঠিকাদারী প্রতিষ্ঠান দিয়ে শুরু হয়েছে সংস্কার কাজ ।  কিন্তু সংস্কার করা হলেও তা কিছু দিন না যেতেই বড় বড় গর্তের সৃষ্টি হতে দেখা যাচ্ছে । এতে ঢাকা সিলেট মহাসড়কের অবস্থা হয়ে যাচ্ছে আগের মতোই । এতে সব ধরনের যাত্রীদের মধ্যে অসন্তুষ্টি দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা আব্দুল বারিক জানান, জংদেবী নামের ঠিকাদারী প্রতিষ্টান এ কাজ করাচ্ছেন। আমরা শুধু তদারকীর কাজে আছি। শায়েস্তাগঞ্জে উপ-সহকারী প্রকৌশলী মাছুম আহমদ সিদ্দিক বলেন, রাস্তার কাজ ঐ প্রতিষ্ঠান ছয় মাসের চুক্তিতে এ কাজ করছে। হবিগঞ্জে নতুন দায়িত্ব নেয়ায় বিষয়টি তার অবগত নয় বলে জানান তিনি।


     এই বিভাগের আরো খবর