,

কেমিষ্ট ল্যাবটরিজ লিঃ’র মার্কেটিং অফিসার জুনায়েদ হত্যাকান্ড, ৩৮ জনকে আসামী করে নবীগঞ্জ থানায় হত্যা মামলা

আনোয়ার হোসেন মিঠু ॥ বাহুবলের খাগাউড়া গ্রামের আধিপত্য বিস্তারের জের ধরে নবীগঞ্জ উপজেলার রইছগঞ্জ বাজারে সংঘর্ষে কেমিষ্ট ল্যাবটরিজ লিঃ’র মার্কেটিং অফিসার জুনায়েদ হত্যাকান্ডের ঘটনায় নিহতের বড় ভাই শিব্বির আহমেদ বাদি হয়ে ৩৮ জনকে আসামী করে গতকাল রবিবার রাতে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। গত শুক্রবার ২৪ আগষ্ট সন্ধ্যা ৬টায় বাহুবল উপজেলার খাগাউড়ার নিকটবর্তী নবীগঞ্জ উপজেলার রইছগঞ্জ
বাজারে প্রতিপক্ষের হামলায় জুনায়েদ নিহত হয়। এ ঘটনায় আরো ২০ জন আহত হয়। আহতদের হবিগঞ্জ ও সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। উল্লেখ্য, উপজেলার স্নানঘাট ইউনিয়নের উত্তর সীমান্তবর্তী খাগাউড়া এলাকায় কয়েকটি সরকারি বিল ও জলাশয় নিয়ে দীর্ঘ দিন ধরে খাগাউড়া ও কালাপুর গ্রামবাসী ভোগদখল করে আসছে। উক্ত বিলের আয়-ব্যয়ের হিসাব-নিকাশ নিয়ে দীর্ঘদিন ধরে শাহ শওকত মিয়া ও আব্দুর রহিম (মেম্বার) এর মাঝে বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যা ৬টায় বাহুবল উপজেলার খাগাউড়ার নিকটবর্তী নবীগঞ্জ উপজেলার রইছগঞ্জ বাজারে প্রতিপক্ষের হামলায় জুনায়েদ নিহত হয়। এ ঘটনায় উভয় পক্ষের সংঘর্ষে অন্তঃত আরো ২০ জন আহত হয়। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস.এম আতাউর রহমান গতকাল রবিবার রাতে মোবাইল ফোনে মামলার বিষয়টি নিশ্চিত করেন।


     এই বিভাগের আরো খবর