,

নবীগঞ্জে স্প্রে দিয়ে একই পরিবারের ১০ জনকে অজ্ঞান করে টাকা ও স্বর্ণালংকার লুট

শাহ সুলতান আহমেদ ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের তেতৈয়া পাড়া গ্রামে বসত ঘরে অজ্ঞান করার স্প্রে ছিটিয়ে পরিবারের সকলকে অচেতন করে প্রায় ৩ ভড়ি স্বর্ণালংকার, নগদ লক্ষাধিক টাকা ও দামি ৫টি মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। প্রতিবেশীরা পরিবারের অচেতন ১০ সদস্য আব্দুল ছোবহান (৫৫) তার স্ত্রী শফিকুন্নেছা (৪৮) পুত্র  রুমেল (২০) রাশেদ (১৯) রাহেল (১৭) কন্যা রুমা বেগম পুত্র (১৮) জাহান (১৪) রাহান (১৩) নাতী হাম্মাদ (৬)কে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দিয়েছেন। সুত্রে প্রকাশ,  উপজেলার পানিউমদা ইউনিয়নের তেতৈয়া পাড়া গ্রামের আব্দুল ছোবহান মিয়ার বসত ঘরে গত রবিবার রাত অনুমান সাড়ে ৯টার দিকে একদল দুর্বৃত্ত কৌশলে বসত ঘরে অজ্ঞান করার ¯েপ্র ছিটিয়ে দেয়। এতে পরিবারের লোকজন জ্ঞান হারিয়ে অজ্ঞান হয়ে পড়েন।

20180826_162934

সেই সুযোগে ঘরের পিছনের দরজা ভেঁেঙ্গ প্রবেশ করে ঘরে থাকা  ৩ ভড়ি স্বর্ণালংকার, নগদ লক্ষাধিক টাকা ও দামি ৫টি মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় দুর্বৃত্তরা। গতকাল  সোমবার সকালে প্রতিবেশী লোকজন তাদের এমন অবস্থা দেখে উদ্ধার করে পার্শবর্তী বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  নিয়ে ভর্তি করেন। বিকেলে তাদের জ্ঞান ফিরে আসলে বাড়িতে আনেন। এ ঘটনায় এলাকায় চলছে সমালোচনা। একটি সূত্রে জানা যায়, ওই রাত অনুমান ৯টার দিকে ঘরের পিছনে পরিবারের লোকজন রান্না করছিল। তখন হঠাৎ কয়েকজন লোক দাড়িয়ে থাকতে দেখে তারা দৌড়ে এসে দরজা বন্ধ করে অন্যান্য কাজে ব্যস্ত থাকে। এর কিছুক্ষণ পর বৃষ্টির কবলে পড়ে গ্রামের মসজিদের ইমাম আব্দুস সামাদ দৌড়ে এসে গড়ে আশ্রয় নেন। পরিবারের সদস্যদের গল্প করার পর মসজিদে ছুটে যান। এর পরেই পরিবারের লোকজন নিজ নিজ কক্ষে শুয়ে পড়েন। কিন্তু কোন একসময় দূর্বৃত্তরা কৌশলে ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে ঘরে থাকা উপরোল্লিখিত মালামাল নিয়ে যায় তারা কেউই বলতে পারেননি।


     এই বিভাগের আরো খবর