,

নবীগঞ্জে লন্ডন এক্সপ্রেস বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১০

মোঃ সুমন আলী খান: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে বিলাস-বহুল লন্ডন এক্সপ্রেস পরিবহণের যাত্রীবাহী বাস ও পাথর বুঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসচালকসহ ১০জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় বাস চালক ও হেলপারকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গজনাইপুর ইউনিয়নের শাহ মুশকিল আহসান (রা.) মাজারের নিকটে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উল্লেখিত সময়ে সিলেট থেকে ঢাকাগামী পাথর বুঝাই ট্রাক ঢাকা মেট্রো (ট ২০-৯২০৮) নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের শাহ মুশকিল আহসান (রা.) মাজারের নিকটে পৌঁছামাত্রই একটি মাল বুঝাই পিকআপ ভ্যান (সিলেট মেট্রো (ন ১১-০১৮৯) কে ওভারটেকিং করতে গেলে বিপরীতদিক থেকে আসা বিলাসবহুল যাত্রীবাহী লন্ডন এক্সপ্রেস পরিবহণের বাস ঢাকা মেট্রো (ব ১৫-৩৩২৭) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। এসময় বাস ও ট্রাকের গøাস ও সামনে অংশ ধুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে গুরুতর আহত অব¯’ায় বাসচালক ও হেলপারকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং অপর আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়। পরে প্রায় ১ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। শেরপুর হাইওয়ে থানা পুলিশের এএসআই জহিরুল ইসলাম এঘটনার সত্যতা নিশ্চিত করেন ।


     এই বিভাগের আরো খবর