,

নবীগঞ্জের চৌধুরী বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ৩ অক্টোবর, বইছে উৎসবের আমেজ

আলী হাছান লিটন : নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের ঐতিহ্যবাহী চৌধুরী বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে উৎসব মুখর পরিবেশে চৌধুরী বাজারে চলছে বিরামহীন নির্বাচনী প্রচার-প্রচারণা। প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। কদর বেড়েছে ভোটারদের। বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সিদ্দিক ও বিশিষ্ট মুরুব্বী যুক্তরাজ্য কমিউনিটি নেতা আলহাজ্ব তরাশ উল্লাহ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে ১৬ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। মাওঃ মোশাহীদ আলীকে প্রধান নির্বাচন কমিশনার ও মাওঃ তাজ উদ্দিন, মাওঃ জুবায়ের আল-মামুনকে সহকারি নির্বাচন কমিশনার করে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রথমবারের মত এ নির্বাচনকে ঘিরে বাজার জুড়ে বইছে উৎসবী আমেজ। প্রতীক পাওয়ার পর পরই সকাল থেকে শুরু হয়েছে নির্বাচনী প্রচার-প্রচারনা। কে হাসছেন শেষ হাসি এই নিয়ে বাজারের চায়ের স্টল ও দোকান পাঠে ব্যবসায়ীদের মধ্যে চলছে চুলছেরা বিশ্লেষন। বেশ কয়েকজন তরুণ প্রার্থী নির্বাচনে অংশ নেয়ায় নির্বাচন আরও জমে উঠেছে। চলছে নবীন-প্রবীণদের লড়াই। নির্বাচনে ১১ সদস্যের কমিটির বিপরীতে ১৯ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেছেন। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন চৌধুরী বাজার ব্যবসায়ী সমিতির বর্তমান সভাপতি ও বাউসা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি হাজী আব্দুল মুহিত দুলু (চেয়ার), ইউনিয়ন আওয়ামী কৃষক লীগের সহ-সভাপতি মাহতাব উদ্দিন (আনারস), সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাউসা ইউনিয়ন আওয়ামী কৃষক লীগের সাধারণ সম্পাদক মোশাহীদ উদ্দিন দিলু মিয়া (হারিকেন), আশরাফুল আলম ফেরদৌস (চশমা), আবিদ মিয়া (ছাতা)। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন চৌধুরী বাজার ব্যবসায়ী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক মোঃ ইছমত আহমদ (হরিণ), মোঃ চান্দ উল্লাহ (প্রজাপ্রতি)। যুগ্ম-সম্পাদক পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন আয়ান ক্যাবল টিভি নেটওয়ার্কের পরিচালক আলমগীর আহমদ (সিএনজি), সোহেল বখ্ত (তালা চাবি)। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন বাউসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ মোঃ লোকমান উদ্দিন এর পুত্র দক্ষিণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মোঃ এনাম উদ্দিন (কাপ পিরিচ), মোঃ লিটন মিয়া (মাছ), ইসলাম উদ্দিন (টিউবওয়েল)। প্রচার সম্পাদক পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন সামাজিক ও জনকল্যাণ মূলক সংগঠন অগ্রযাত্রা নবীগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাবিব উল্লাহ রুহেল (ফুটবল), মোঃ বশির মিয়া (আম)। সদস্য পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন মোঃ নুরুল মিয়া (ঘুরি), মোঃ সুমন মিয়া (মোরগ), অর্জুন দাশ ( গোলাফ ফুল), পংকজ দেবনাথ (বটগাছ)। এছাড়া অফিস সম্পাদক পদে চৌধুরী বাজার কনিষ্ট ব্যবসায়ী টিভি মেকার পংকজ। আগামী ৩ অক্টোবর নির্বাচনে ২৪১ জন ভোটার তাদের ভোটাধিকরার প্রয়োগ করবেন। চৌধুরী বাজারস্থ (আনোয়ার কালি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির লিঃ এর কার্যালয় নির্বাচনী সেন্টারে সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে বলে নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে।


     এই বিভাগের আরো খবর