,

বাহুবলে প্রবাসী মর্তুজ হত্যায় একজনের যাবজ্জীবন কারাদন্ড, ৩৫ জন খালাস

আক্তার হোসেন : বাহুবলে প্রবাসীকে হত্যার অভিযোগে মর্তুজ আলী নামে এক ঘাতককে যাবত জীবন কারাদন্ড প্রদান করেছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া অপর ৩৫ জন আসামীকে খালাসপ্রদান করেন বিজ্ঞ আদালত। মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালে ৯ জানুয়ারি বিকাল ৪টার সময় বাহুবল উপজেলার রসলপুর গ্রামের সৌদি প্রবাসী নুরুল ইসলামকে পূর্ব বিরোধের জের ধরে আসামী মর্তুজ আলী সহ ১০/১৫ লোক সিএনজিতে তুলে নিয়ে রাস্তার মধ্যে প্রকাশ্যে ছুরা দিয়ে নুরুল ইসলামকে হত্যা করে এ ঘটনায় ওই দিন রাতে নুরুল ইসলামের বড় ভাই তাজুল ইসলাম বাদী হয়ে মর্তুজ আলীসহ ৩৬ জনকে আসামী করে বাহুবল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা স্বাক্ষী প্রমাণ শেষে ২০১২ সালে ১০ ডিসেম্বর আদালতে চার্জশীট গঠন করেন। আসামীগণ জেল হাজত কাটার পর উচ্চ আদালত জামিন লাভ করে সাক্ষী প্রমাণ শেষে গতকাল রবিবার বিকালে বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ দন্ডাদেশ দেন। রায়ের সময় আসামী মর্তুজ আলী উপস্থিত ছিল মর্তুজ আলী ওই গ্রামের মৃত আব্দুল গনির পুত্র। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়। রাষ্টপক্ষে মামলা পরিচালনা করেণ অতিরিক্ত পিপি সুবির রায়।


     এই বিভাগের আরো খবর