,

বানিয়াচংয়ে মিথ্যা মামলা করায় মহিলাসহ ৫ জনের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের

জুয়েল চৌধুরী :: বানিয়াচং উপজেলার আউয়াল মহল গ্রামের সুনামধন্য কবি ও সাহিত্যিক শায়েক তাজুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা করায় মহিলাসহ ৫ মামলাবাজের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। ওই গ্রামের মৃত ইমাম উদ্দিনের পুত্র শায়েক তাজুল ইসলাম বাদী হয়ে গত ১৮ অক্টোবর হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। মামলায় আসামীরা হল একই উপজেলার দৌলতপুর গ্রামের উসমান আলীর স্ত্রী চান বানু, মৃত নিদু মিয়ার পুত্র উসমান আলী, মৃত আকরাম আলীর পুত্র মারুফ মিয়া, মৃত মালেক মিয়ার পুত্র আজাদ মিয়া ও উসমান আলীর পুত্র শাহান শাহ। বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্তপুর্বক ব্যবস্থা নেয়ার জন্য বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। মামলার বিবরণে জানা যায়, আসামীরা তার উপর চুরি ও লুটপাটের মামলা করেন। এছাড়া আরেকটি মামলায় তাকে সন্ত্রাসী, দাঙ্গাবাজ ও বেপরোয়া লোক হিসেবে আখ্যায়িত করা হয়। ২টি মামলায় আদালত থেকে তাজুল অব্যাহতি পান। এতে তার দেড় কোটি টাকার মানহানি হয়। এছাড়া এই মিথ্যা মামলার টেনশনে স্ট্রোকসহ নানা রোগের জটিলতা দেখা দেয়। এরই বিচার চেয়ে তিনি আদালতে এই মানহানির মামলা করেন। তাজুল ইসলামের পক্ষে মামলা দায়ের করেন এডভোকেট আলাউদ্দিন তালুকদারসহ বেশ কয়েকজন আইনজীবি। এ ব্যাপারে বানিয়াচং থানার ওসি জানান, মামলাটি তদন্তের জন্য আদালত থেকে এসেছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।


     এই বিভাগের আরো খবর