,

হবিগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নতুন ভবনে কাল স্থানান্তর হবে

জুয়েল চৌধুরী :: আগামীকাল বুধবার হবিগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নতুন ভবনে স্থানান্তর হবে। এ কারণে জেলা প্রশাসক কার্যালয়ের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানায় জব্দকৃত মালামাল নিয়ে বিপাকে পড়েছে পুলিশ। গতকাল সোমবার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহিনুর আক্তার ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সুলতান প্রধানের উপস্থিতিতে বিপুল পরিমাণ জব্দকৃত মালামাল নিলামে বিক্রি করা হয়। এ সময় শত-শত নিলাম গ্রহীতা উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিল পরিত্যক্ত সিএনজি-অটোরিক্সাম, মোটরসাইকেল, মিসুক, রিক্সা, বাইসাইকেল, টেলিভিশন, চা-পাতা, ব্যাটারী, চেয়ার, টেবিল ইত্যাদি। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রকাশ্যে নিলাম কার্য চলে। এ ব্যাপারে মালখানার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ এসআই সিরাজ উদ্দিন জানান, আদালত নতুন ভবনে চলে যাবে। এ কারণে জব্দকৃত মাল নিয়ে আমরা সমস্যায় আছি। তাই আদালতের নির্দেশমতে বিভিন্ন মামলার জব্দকৃত মালামাল নিলামে বিক্রি করা হয়েছে। তিনি আরও জানান, আগামীকাল বুধবার জেলা জজ আদালত ভবনের পশ্চিম দিকে ১০ তলা নির্মিত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বিচার কার্যক্রম পরিচালিত হবে।


     এই বিভাগের আরো খবর