,

নবীগঞ্জে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেশে এসেছেন প্রবাসী নেতারা

প্রচারণায় নৌকার সমর্থকরাই বেশি সক্রিয়

মতিউর রহমান মুন্না :: হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের নবীগঞ্জ উপজেলা প্রবাসী অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। এ উপজেলার বেশিরভাগ মানুষ যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে স্বপরিবারে বসবাস করে আসছেন। সেখানেও আওয়ামী লীগ-বিএনপির বেশিরভাগ নেতাকর্মীরা নিজ নিজ দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমানে আওয়ামী লীগ-বিএনপি সর্মথনকারী প্রবাসীরা দলীয় প্রার্থীকে বিজয়ী করতে বিভিন্ন সমাবেশ করেছেন। এমনকি নির্বাচনে পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করতে দেশে আসতে শুরু করেছেন। ইতোমধ্যে অনেক প্রবাসীরা দেশে অবস্থান করছেন। বিশেষ করে আওয়ামী লীগ মনোনীত মহাজোটের প্রার্থী শাহনওয়াজ গাজী মোহাম্মদ মিলাদ গাজীর পক্ষে নৌকার প্রচারণায় অংশ নিতে বেশিরভাগ প্রবাসী নেতারা দেশে এসেছেন। এসব প্রবাসী সরাসরি নির্বাচনী মাঠ থেকে বর্তমান সরকারের করা সার্বিক উন্নয়নচিত্র প্রচার করে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করছেন। এ আসনে প্রবাসী জনপ্রতিনিধিও রয়েছেন। বর্তমান সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু (জাপা) ও সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া (বিএনপি)। তারা দুজনই যুক্তরাজ্য প্রবাসী। এবারও এ আসন থেকে কয়েকজন প্রবাসী দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। বিএনপি থেকে সাবেক সংসদ সদস্য প্রবাসী শেখ সুজাত মিয়াকে দলীয় মনোনয়ন দেয়া হলেও পরে ঐক্যের কারণে ধানের শীষ প্রতীক দেয়া হয় গনফোরামের প্রার্থী অর্থনীতিবীদ ড. রেজা কিবরিয়াকে। বিএনপির মনোনয়ন ফরম ক্রয় করেছিলেন যুক্তরাজ্য প্রবাসী কমিউিনিটি লিডার শেখ মহিউদ্দিন, গুঞ্জন উঠেছিল বিএনপি থেকে মনোনয়ন পাবেন যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা শাহ মোজাম্মেল নান্টু। নানা জল্পনা কল্পনার পর অবশেষে ঐক্যফ্রন্টের হেভিওয়েট প্রার্থী হিসেবে ড. রেজা কিবরিয়া লড়ছেন ধানের শীষের প্রতীক নিয়ে। তিনি সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার পুত্র। অপর দিকে, আওয়ামীলীগ মনোনীত হেভিওয়েট প্রার্থী গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী লড়ছেন নৌকা প্রতীক নিয়ে। তিনি সাবেক মন্ত্রী বর্ষীয়ান নেতা দেওয়ান ফরিদ গাজীর পুত্র। ক্ষমতাসিন এ দল থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। অবশেষে মনোনয়ন পান গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী। তবে সকল মনোনয়ন প্রত্যাশীরাই মান অভিমান ভ‚লে দলীয় মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে কোমর বেধে মাঠে নেমেছেন। জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী ছিলেন বর্তমান সংসদ সদস্য দলটির সাংগঠনিক সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী এম এ মুনিম চৌধুরী বাবু। এবার তাকে বাদ দিয়ে লাঙ্গল প্রতীক দিয়ে মনোনয়ন দেওয়া হয় জাপার কেন্দ্রীয় নেতা আলহাজ্ব আতিকুর রহমান আতিককে। এ আসনে এবার লড়ছেন মোট ৬ জন প্রার্থী। (নবীগঞ্জÑবাহুবল) মিলে প্রায় পৌনে চার লক্ষ ভোটার রয়েছেন। তাদের মধ্যে নবীগঞ্জ উপজেলার প্রায় আড়াই লক্ষ ভোটার রয়েছেন। এদিকে একাধীক সূত্র জানায়, আসন্ন একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রবাসী নেতাকর্মীদের পাশাপাশি প্রার্থীদের নিজ নিজ আত্মীয়-স্বজনরা প্রবাস থেকে দেশে আসতে শুরু করেছেন। ইতিমধ্যেই যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডাসহ মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা নৌকার প্রচারে অংশ নিতে দেশে আসছেন। বিভিন্ন এলাকায় প্রবাসীরা নৌকার পক্ষে প্রচার-প্রচারণা করছেন। প্রবাসে থেকে নিজ দলের প্রার্থীকে বিজয়ী করতে বিভিন্ন সমাবেশের আয়োজন করেছেন।


     এই বিভাগের আরো খবর