,

হবিগঞ্জে ১৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

স্টাফ রিপোর্টার :: হবিগঞ্জের ৪টি আসন থেকে ২৪ জন প্রার্থীর মধ্যে ১৬ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। এদের মধ্যে রয়েছেন জেলা জাতীয় পার্টির সভাপতি আতিকুর রহমান আতিক ও সাধারণ সম্পাদক শংকর পাল। নির্বাচন অফিস সূত্র জানায়, প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ না পেলে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সে মোতাবেগ হবিগঞ্জের ১৬ জন প্রার্থী তাদের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। জামানত হারানোর তালিকায় আছেন: হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক (লাঙল) প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৮শ’ ৩৮ ভোট, ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু অনিফা আহমেদ হোসেন (হাতপাখা) প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৫শ’ ৬১ ভোট, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ-এর প্রার্থী (মই) প্রতীক নিয়ে পেয়েছেন ৩শ’ ৮ ভোট, বাংলাদেশ ইসলামি ফন্টের প্রার্থী জুবায়ের আহমেদ (মোমবাতি) প্রতীক নিয়ে পেয়েছেন ২শ’ ৪০ ভোট, কৃষক শ্রমিক জনতালীগের প্রার্থী মো. নূরুল হক (গামছা) প্রতীক নিয়ে পেয়ে ১শ’ ১০ ভোট। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৬৪ হাজার ৯শ’ ৩৯ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ২ লাখ ৫৬ হাজার ১শ’ ৫৫ জন। এর মধ্যে বাতিল হয়েছে ৩ হাজার ২শ’ ৬৬ ভোট।
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ)আসনে জাতীয় পার্টি’র প্রার্থী শংকর পাল (লাঙল) প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ১শ’ ৮৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী আফসার আহমেদ (সিংহ) প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৪শ’ ১৩ ভোট, ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবুল কামাল মসউদ হাসান (হাতপাখা) প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ১শ’ ৮১ ভোট, কৃষক শ্রমিক জনতালীগের প্রার্থী এডভোকেট দেবমোহন দেবনাথ (গামছা) প্রতীক নিয়ে পেয়েছেন ৪৭ ভোট ও ন্যাশনাল পিপলস্ পার্টির প্রার্থী পরেশ চন্দ্র দাস (আম) প্রতীক নিয়ে পেয়েছেন ২৮৯ ভোট। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৬ হাজার ৯শ’ ৭৮ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২ লাখ ৪৬ হাজার ৫শ’ ৬৯ জন। ভোট বাতিল হয়েছে ২ হাজার ৪শ’ ৮৬টি।
হবিগঞ্জ-৩ আসনে বাংলাদেশ কমিউনিটি পার্টির প্রার্থী পীযূষ চক্রবর্তী (কাস্তে) প্রতীক নিয়ে পেয়েছেন ৪শ’ ৩৫ ভোট, বাংলাদেশ ইসলামি আন্দোলনের প্রার্থী মহিব উদ্দিন আহমদ সোহেল (হাতপাখা) প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ২৬ ভোট, জাতীয় পার্টির প্রার্থী মো. আতিকুর রহমান আতিক (লাঙল) প্রতীক নিয়ে পেয়েছেন ৪শ’ ৩৪ ভোট। তবে তিনি তার প্রার্থীতা প্রত্যহার করে নিয়েছিলেন। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ২৬ হাজার ৩শ’ ৬৩ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ২ লাখ ৭১ হাজার ৯শ’ ২৩ জন। এর মধ্যে বাতিল হয়েছে ৫ হাজার ৭৭ ভোট।
হবিগঞ্জ-৪ আসনে জাকের পার্টির প্রার্থী মো. আনছাবুল হক (গোলাপ ফুল) নিয়ে পেয়েছেন ২ হাজার ৩শ’ ১৯ ভোট, বাংরাদেশ ইসলামি ফ্রন্টের প্রার্থী মাওলানা মোহাম্মদ সোলাইমান খান রাব্বিনী (মোমবাতি) প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ২৫ ভোট এবং ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী শেখ মো. সামছুল আলম (হাতপাখা) প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৯শ’ ৯০ ভোট। আসনটিতে মোট ভোটার ৪ লাখ ২৭ হাজার ২শ’৪৮ জন। ভোট প্রদান করেছেন ৩ লাখ ৬৬ হাজার ২শ’ ৫৯ ভোটার। এর মধ্যে বাতিল হয়েছে ৪শ’ ১৮ ভোট।


     এই বিভাগের আরো খবর