,

শায়েস্তাগঞ্জে অবাধে চলছে জুয়ার আসর

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ রেল জংশনসহ আশপাশের বেশ কয়েকটি চিহ্নিত স্থানে অবাধে চলছে জুয়ার আসর। শায়েস্তাগঞ্জ জংশন এলাকার জামতলা, নিজগাঁও, দাউদনগর বটতলা ও বাগুনিপাড়ায় তাস, লুডু ও ক্যারাম খেলার মাধ্যমে হাজার হাজার টাকার জুয়া খেলা চলছে। আর এসব খেলায় উৎসাহ দিচ্ছে সংশ্লিষ্ট এলাকার প্রভাবশালী মহল ও এক শ্রেণির মাদক ব্যবসায়ী। প্রতিদিন দুপুর থেকে মধ্যরাত অবধি বিভিন্ন স্থান থেকে এসে এসব আসরে যোগ দিচ্ছে লোকজন। এদের মধ্যে অনেকেই এই জুয়া খেলার টাকা জোগাড় করতে চুরি, ছিনতাইয়ের মতো অপকর্মে লিপ্ত হচ্ছে। ফলে ওই এলাকাগুলোতে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে বিভিন্ন ধরনের সামাজিক অপরাধ। ওই সমস্ত এলাকার কয়েকজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, তাদের সন্তানরাও এসব লুডু ও ক্যারাম খেলায় আসক্ত হয়ে পড়ছে। ফলে ওই শিক্ষার্থীরা স্কুল ফাঁকি দিয়ে জুয়া খেলায় মনোযোগ দিচ্ছে। এতে সমাজে বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে প্রবল। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জুয়াড়ি এ প্রতিবেদককে জানান, তারা অর্থের বিনিময়ে প্রশাসনকে ম্যানেজ করে এসব জুয়ার আসর বসাচ্ছেন।


     এই বিভাগের আরো খবর