,

নির্মাণাধীন রাণীগঞ্জ সেতু থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জগন্নাথপুর প্রতিনিধি ॥ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীর ওপর নির্মাণাধীন রাণীগঞ্জ সেতু থেকে পড়ে গিয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আতাউর রহমান (৪২) নামের ওই শ্রমিক গাইবান্ধা জেলার সাঘাটা থানার শ্যামপুর গ্রামের কলিম উদ্দিনের ছেলে। এলাকাবাসী সূত্র জানায়, গত শনিবার পাগলা জগন্নাথপুর আউশকান্দি আঞ্চলিক মহাসড়কে সড়ক ও জনপথ অধিদপ্তরের উদ্যোগে ১৪০ কোটি টাকা ব্যয়ে নির্মানাধীন সেতুর কাজ চলাকালে অসাবধানত বশত শ্রমিক আতাউর রহমান সেতুর ওপর থেকে দেশ থেকে দুইশত ফুট নিচে পড়ে গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার তার মৃত্যু হয়। রাণীগঞ্জ সেতুর কাজ বাস্তবায়নকারী ঠিকাদারী প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স প্রকল্পের সহকারী ব্যবস্থাপক জামাল উদ্দিন বলেন, দুর্ঘটনায় মারা যাওয়া শ্রমিকের লাশ গ্রামের বাড়ি পাঠানো হয়েছে । বিষয়টি আপসে নিষ্পত্তি করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর