,

নোয়াগাঁও’র মতিউর হত্যা মামলায় আরজুসহ ৫২ জন কারাগারে

জুয়েল চৌধুরী ॥ নবীগঞ্জ উপজেলার পাশবর্তী বানিয়াচং উপজেলার নোয়াগাঁও গ্রামে মতিউর রহমান হত্যা মামলায় আরজু মিয়াসহ ৫২ জন আসামি কে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল রোববার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহীনুর আক্তার এ আদেশ দেন। আদালত পরিদর্শক শাহ্ কামাল এ আদেশের সত্যতা নিশ্চিত করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের নোয়গাঁও গ্রামের সাবেক ইউপি সদস্য আরজু মিয়া ও আওয়ামী লীগ নেতা ফরিদ মিয়ার মধ্যে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত বছরের ১৩ ডিসেম্বর আরজু মিয়ার ও ফরিদ মিয়ার লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়, এসময় দেশীয় অস্ত্রের আঘাতে নিহত  হন মতিউড় রহমান । আহত হন আরও অর্ধশতাধিক লোকজন। গুরুতর আহত অবস্থায় অন্তত ৩০ জন এখনও ঢাকার পঙ্গু হাসপাতাল সহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার ৪ দিন পর ১৭ ডিসেম্বর নিহত মতিউর রহমানের ছেলে সাখাওয়াত হোসেন বাদী হয়ে আরজু মিয়াকে প্রধান আসামী করে ৭২ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার এফআইআর ভূক্ত ৫২ আসামী আদালতে রোববার দুপুরে আতœসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। দীর্ঘ শুনানি শেষে বিচারক তাদের জামিন নামমঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এব্যাপারে বানিয়াচং সার্কেলের সহকারী পুলিশ সুপার শৈলেন চাকমা বলেন, হত্যা মামলায় বেশ কয়েকজন আসামি কে গ্রেফতার করে পুলিশ। এলাকার পরিস্থিতি শান্ত রাখতে দফায় দফায় আলোচনা করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আরজু মিয়া সহ কারাগারে পাঠানো অন্য আসামিরা হচ্ছেন, বানিয়াচং উপজেলার নোয়াগাও গ্রামের রুবেল মিয়া, শিশু মিয়া, সেলিম মিয়া, আশিকুর রহমান, ছায়েদুল মিয়া, শামছু মিয়া, ওবাদুল মিয়া, আফজাল মিয়া, আবু জায়েদ, সাজিদুর রহমান, জসিম মিয়া, কাদির মিয়া, সাব্বির মিয়া, সায়ামুন মিয়া, স্বাধীন মিয়া, রবুজ মিয়া, মিতু মিয়া, নুর উদ্দিন, মতিউড় মিয়া, জাবেদ মিয়া, হেলাল উদ্দিন, ছালিম উদ্দিন, হোসেন মিয়া, রাকিব মিয়া, মফিকুর রহমান, রোহান মিয়া, সোহাগ মিয়া, হাসান উদ্দিন, আনহার উদ্দিন, শরীফ উদ্দিন, সুরত উল্লা, রঙ্গু মিয়া, কাউছার মিয়া, আবিদুর মিয়া, আব্দুর রাজ্জাক, সফিকুর মিয়া, সোহাগ মিয়া, কয়েস মিয়া, রফু মিয়া জাবেদ মিয়া, সাদ্দাম মিয়া, সাইফুল মিয়া, মুজিবুর রহমান ওরফে ফয়জুর, রকিব মিয়া, বাছিত মিয়া, সাইফুর মিয়া, ছাদিক মিয়া, আছকির মিয়া, তাহির মিয়া, কাদির মিয়া, ও মুজিবুর রহমান।


     এই বিভাগের আরো খবর