,

হবিগঞ্জে ৯ ফেব্রুয়ারী ৩ লাখ ৬৫ হাজার ৫৬১ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জে ৯ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) শুরু হবে। চলবে বেলা ৪টা পর্যন্ত। এ ক্যাম্পেইনে ৩ লাখ ৬৫ হাজার ৫৬১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৪৩ হাজার ৩২৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ নীল রঙের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ২২ হাজার ২৩৬ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়া হবে। এ জন্য ইপিআই কেন্দ্রের স্থায়ী, অতিরিক্ত ও আউটরিচ সংখ্যা রয়েছে ১৮৯৪টি, স্বাস্থ্য বিভাগ মাঠকর্মী সংখ্যা (এইচএ,এইচআই,এএইচআই) ৩৩০, পরিবার পরিকল্পনা বিভাগ (এফপিআই এফডব্লিউএ, এফডব্লিউভি, স্যাকমো) ৫২০, সিএইচসিপির সংখ্যা ১৯৩ ও স্বেচ্ছাসেবক ৩৭৮৮ জন দায়িত্ব পালন করবেন। ৬ ফেব্রুয়ারি বুধবার সকালে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত প্রেসব্রিফিংয়ে হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ সুচিন্ত চৌধুরী এ তথ্য প্রকাশ করেছেন। সভায় সিভিল সার্জন ডাঃ সুচিন্ত চৌধুরী বলেন, ভিটামিন ‘এ’ শুধুমাত্র অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদেরকে রক্ষা করে তাই নয়, ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং মৃত্যুর ঝুঁকি কমায়। রাতকানা রোগের প্রাদূর্ভাব ও অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধে ৫ বছরের কম বয়সী শিশুদেরকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে। সরকারের এ মহতি উদ্যোগ থেকে একটি শিশুও যেন বাদ না পড়ে, সেই দিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে তিনি আহবান জানিয়েছেন। হবিগঞ্জ সিভিল সার্জন অফিসের আয়োজনে ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টিসেবা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে অনুষ্ঠিত প্রেসব্রিফিং-এ বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জল, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক এখলাছুর রহমান খোকন প্রমুখ। এ সময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর