,

মাধবপুরের তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা ও জনতা সমাবেশ অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি ॥ বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এড. মোঃ মাহবুব আলী বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে এদেশের মুক্তিযোদ্ধাদের পদতলিত করা হয়। একজন জেনারেল  জীবিত অবস্থায় নিজেকে কখনো স্বাধীনতার ঘোষক দাবী করেননি অথচ তার দল স্বাধীনতার ঘোষক দাবী নিয়ে মুক্তিযোদ্ধাদের বিতর্কিত করছে। বর্তমানে  স্বাধীনতার ৪৭ বছর পর তারা সেই বিতর্কিত জিনিস এনে মক্তিযুদ্ধকে বিতর্কিত করছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইফনিট কমান্ড আয়োজিত মাধবপুরের তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা ও জনতার সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন। হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহনওয়াাজ মিলাদ গাজী এমপি, সাবেক সেনা প্রধান কেএম শফিউল্লাহ বীর বিক্রম, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান চেয়ারম্যান মেজর জেনারেল  হেলাল মোর্শেদ খান, নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারজানা কাউনাইন, হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ বি.পি.এম (সেবা) স্বাগত বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার মোহাম্মদ আলী পাঠান কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি শেখ শফিউল বাবু, হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড প্রতিষ্ঠাতা সভাপতি চৌধুরী মোহাম্মদ  ফরিয়াদ, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আহবায়ক গউছ উদ্দিন চৌধুরী, সদস্য সচিব পঙ্কজ কুমার দাশ প্রমুখ। অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা, উপজেলা, সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধা, সন্তান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অংশ গ্রহন করেন।


     এই বিভাগের আরো খবর