,

৫ ঘন্টার মধ্যে মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করেছে পুলিশ

নবীগঞ্জে দিন-দুপুরে মোবাইল ফোন চুরি

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ থানার নিকটস্থ একটি ফার্মেসি থেকে দিন দুপুরে ফিল্মি স্টাইলে মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের ধাওয়ায় চুরির ঘটনায় ব্যবহৃত মোটর সাইকেল রেখে চোর পালিয়ে যায়। থানা পুলিশের তৎপরতায় ঘটনার ৫ ঘন্টার মধ্যে মোবাইল ফোন উদ্ধার হলেও মূল চোর জুয়েল মিয়া রয়েছে পলাতক। স্থানীয়রা জানান, গতকাল শক্রবার বিকেলে নবীগঞ্জ-বানিয়াচং সড়কের রাজনগর গ্রামে অবস্থিত সাবাজ মেডিকেল সেন্টারের মালিক ডাঃ এটিএম জাফর ইকবাল ফার্মেসির পাশর হাটাহাটি করছিলেন। এ সময়  বানিয়াচং উপজেলার নন্দীপাড়া গ্রামের মনু মিয়ার পুত্র জুয়েল মিয়া (৩০) মোটরসাইকেল নিয়ে ফার্মেসিতে গিয়ে ক্যাশ বাক্স থেকে মোবাইল ফোন নিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ  তাৎক্ষনিকভাবে চোরের পেছনে ধাওয়া দিলে কানাইপুর এলাকায় মোটরসাইকেল রেখে গ্রামের ভিতর দিয়ে দৌড়ে পালিয়ে যায় জুয়েল। তাকে আটক করতে তৎপরতা চালাচ্ছে বলে জানায় পুলিশ । এক পর্যায়ে চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করেন থানার এস আই শামসুল ইসলাম। পরে মালিকের কাছে মোবাইল ফোন হস্তান্তর করা হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত চোরচক্রের কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে, ঘটনার সময় এক যুবককে আটক করলেও তদন্তের সার্থে তার কোন তথ্য দিতে অপারগতা প্রকাশ করে পুলিশ।


     এই বিভাগের আরো খবর