,

হবিগঞ্জে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় আটক আরো ২জন

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার নাজিরপুর গ্রামে সৌদি প্রবাসী স্ত্রী সাজেরা হত্যা মামলার আরও দুই ঘাতককে আটক করেছে পুলিশ। এর মাঝে জাহাঙ্গীর মিয়া (৩৫) নামের এক ঘাতক আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি লোমহর্ষক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গত বুধবার বিকালে একই গ্রামের মৃত ফুল মিয়ার পুত্র জাহাঙ্গীর মিয়াকে আদালতে প্রেরণ করলে বিচারকের নিকট ১৬৪ ধারায় জবানবন্দি দিলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এদিকে এ হত্যা মামলার অন্য আসামী একই গ্রামের জুয়াড়ি আব্দুল মন্নাফের পুত্র ধনাই মিয়াকে গত মঙ্গলবার পুলিশ আটক করে। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই পলাশ দাশ জানান, আটক জাহাঙ্গীর ও তার অন্যতম সহযোগি ধনাই মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে জাহাঙ্গীর আদালতে স্বীকার করেছে প্রবাসীর স্ত্রী সাজেরা খাতুনকে তারা সকলে মিলে শ্বাসরোধ করে হত্যা করে এবং ঘরে থাকা টাকা পয়সা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় তাদেরকে ছিনে ফেলায় তাকে হত্যা করে। প্রসঙ্গ, ২০১৮সালের ২০ সেপ্টেম্বর রাতে নাজিরপুর এলাকার সৌদি প্রবাসীর সঞ্জব আলীর স্ত্রী সাজেরা খাতুনকে হাত-পা বেধে শ্বাসরোধ করে হত্যা করে উল্লেখিতরা। এ ঘটনায় সঞ্জব আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করলে পর্যায়ক্রমে জাহাঙ্গীর ও ধনাই মিয়াসহ ইতিপূর্বে আরও ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তারা কারাগারে রয়েছে।


     এই বিভাগের আরো খবর