,

নবীগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। উক্ত ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা অংশগ্রহণ করে। গত বৃহস্পতিবার নবীগঞ্জ জে.কে সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনালে ছেলেদের খেলায় সিকন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে শেরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় এবং মেয়েদের খেলায় সোনাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে বড় শাখোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার সায়মা সুলতানার পরিচালনায় উক্ত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার কাজী সাইফুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক সমিতির সভাপতি রাহেলা খানম, সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র দেব, প্রধান শিক্ষক আলী আমজদ মিলন, শাহীনুর আক্তার চৌধুরী পান্না, মোঃ গোলাম রব্বানী, তপন জ্যোতি, প্রভাত ভূষণ রায়, অশেষ দাশ, রুহুল আমিন, লিটন দেবনাথ, মোঃ রুবেল মিয়া, শামিম আহমেদ চৌধুরী, মোঃ ছুরুক মিয়া, আব্দুল আউয়াল, বিপুল চন্দ্র দাশ, সহকারী শিক্ষক সমিতি নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ মহিনুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মোঃ ফজলু মিয়া, সহ-সভাপতি গৌর মোহন দাশ, ফজলু মিয়া, ফকরুল ইসলাম চৌধুরী, মন্তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক শামীম আহমদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আহমেদ সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামন অপু, সুমন দাশ গুপ্ত, সাংগঠনিক সম্পাদক অপূর্ব কৃষ্ণ আচার্য্য, সহ-সাংগঠনিক সম্পাদক রতন পাল, মোঃ সবুজ মিয়া, প্রচার সম্পাদক মাছুম আহমদ চৌধুরী, অর্থ সম্পাদক আমিনুল হক, সহকারী শিক্ষক আবু সুফিয়ান, হরিপদ দাশ, আব্দুল মজিদ, মুহিবুর রহমান চৌধুরী, মৃণাল কান্তি দাশ, জাহাঙ্গীর আহমেদ, সুজিত চন্দ্র দাশ ও পলাশ রতন দাশ সহ অনেকেই এতে উপস্থিত ছিলেন। উক্ত খেলায় ধারাভাষ্য প্রদান করেন, সহকারী শিক্ষক তোফাজ্জল হক ও মোঃ শাহিদ মিয়া। ছেলেদের খেলায় বিজয়ী দল শেরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মেয়েদের খেলায় বিজয়ী শাখোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় হবিগঞ্জ জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে।


     এই বিভাগের আরো খবর