,

নবীগঞ্জের ঐতিহ্যবাহী রুপসী দেবতা থলীর দেবতা গাছের ডাল কর্তন

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি কালীমন্দির সংলগ্ন স্থানে প্রায় ১ শত ৫০ বছরের ঐতিহ্যবাহী রুপসী থলীর গাছের ডাল কেটে নেওয়ায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দাঙ্গা হাঙ্গামার সম্ভাবনা রয়েছে বলে জানাগেছে। সুত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি কালীমন্দির সংলগ্ন স্থানে দীর্ঘদিন যাবত ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন নবজাতক শিশুর জন্ম হলে বা বিবাহের সময় রুপসী দেবতা গাছ থলীতে বিভিন্ন পুজা অনুষ্ঠান প্রতিপালন করে আসছেন। কিন্তু গত সপ্তাহ খানেক পুর্বে মান্দারকান্দি  গ্রামের মৃত রকিব উল্লাহর পুত্র দুলু মিয়া ওই দেবতা গাছের ডালপালা কেটে তার ফিশারীতে ফেলে দেয়। বিষয়টি গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজনের নজরে আসলে একে অন্যের মধ্যে জানাজানি হলে ধর্মীয় অনুভুতিতে আঘাত হলে তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে ওই গ্রামসহ উপজেলার বিভিন্ন গ্রামের হিন্দু সম্প্রদায়সহ ধর্মীয় সংগঠনের লোকজনের  মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ও ইউপি চেয়ারম্যানকে অবগত করলেও কোন প্রতিকার পাওয়া যায়নি। এ বিষয়টি গ্রাসবাসী উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্যে পরিষদের নেতৃবৃন্দকে অবগত করা হয়েছে। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন। এ ব্যাপারে উপজেলা প্রশাসনসহ থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগেী গ্রামবাসী।


     এই বিভাগের আরো খবর