,

হবিগঞ্জে সচেতন মূলক সভা ও লিফলেট বিতরণ

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জে দাঙ্গা, মাদক, যানজট ও সড়ক দূর্ঘটনা প্রতিরোধে সচেতন মূলক সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সদর থানার ওসি মোঃ মাসুক আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ বিপিএম, পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্তি পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক ও বিভিন্ন যানবাহনের চালক-মালিক ও নানা পেশার মানুষ। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ বলেন, দাঙ্গা, মাদক, যানজট ও সড়ক দূর্ঘটনা নিরসনে জেলা পুলিশ যথেষ্ট সচেতন। কোন ধরনের অপ্রীতিকর ঘঁটনার সংবাদ পেলেই পুলিশ তাৎক্ষনিক ব্যবস্থা নেয়। তা ছাড়া যানজট ও মাদক নির্মূলে ইতিমধ্যেই পুলিশ বেশ সুনাম অর্জন করেছে। পরে সচেতনতামুলক লিফলেট ও পোষ্টার বিতরণ করা হয়।


     এই বিভাগের আরো খবর