,

নবীগঞ্জের বাউসায় অগ্নিকান্ডে দুটি দোকান পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের বাউসায় ইউনিয়নের মাইজগাঁও গ্রামের ভুমিহীন নতুন বাজারে ৩টি দোকানে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে দুটি দোকান পুড়ে ছাই ও আরো একটি দোকানের কিছু মালামাল পুড়েছে। গত শুক্রবার দিবাগত গভীর রাতে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। জানা যায়, গত শুক্রবার দিবাগতরাতে প্রতিদিনের ন্যায় আনুমানিক সাড়ে ১০টার সময় মাইজগাঁও ভুমিহীন নতুন বাজারের ব্যবসায়ী একই গ্রামের হারুন মিয়ার পুত্র মোঃ শাহীন মিয়া তার ব্যবসা প্রতিষ্ঠান মা টেলিকমের কাজ শেষ করে দোকান তালাবদ্ধ করে তার নিজ বাড়ীতে চলে যান। রাত প্রায় আড়াইটার দিকে ব্যবসায়ী শাহীন জানতে পারেন তার দোকানে আগুন লেগে মালামাল পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তাৎক্ষনিক তিনি বাজারে এসে স্থানীয়দের নিয়ে পানি দিয়ে আগুন নিবাতে থাকেন। স্থানীয় লোকজনের প্রচেষ্টায় এক পর্যায়ে আগুন নিয়ন্ত্রনে আসে। ব্যবসায়ী শাহীন জানান- তিনি তার দোকানের কাজ শেষ করে বাড়ীতে যাওয়ার পর কে বা কারা শত্রুতার জেরে তার ব্যবসা প্রতিষ্ঠান মা টেলিকমে আগুন লাগিয়ে দেয়। আগুন লাগার পর আগুনের লেলীশিখা চারদিকে গিরে দোকানটি পুড়ে ছাই হয়ে যায়। দাউ দাউ করে আগুনের লেলিশিখা উপরের দিকে উঠতে দেখে তিনি স্থানীয় লোকজনদেরকে নিয়ে আগুন নিবাতে পানি ও বালি দিয়ে আপ্রাণ চেষ্টার ফলে একপর্যায়ে আগুন নিবাতে সক্ষম হন। কিন্তু ততক্ষনে পুড়ে ছাই হয়ে যায় তার দোকানের সব মালামাল। এ ব্যাপারে দোকান মালিক মোঃ শাহীন মিয়া গত শনিবার সন্ধ্যায় নবীগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী দায়ের করেছেন। তিনি সাধারণ ডায়েরীতে উল্লেখ করেছেন অগ্নিকা-ে তার দোকানের একটি কম্পিউটার সেট, একটি প্রিন্টার, দুটি স্পীকার, তিনটি ফেক্সিলোডের মোবাইল, একটি বিকাশের মোবাইল, নগদ টাকা, মডেম, পেনড্রাইভ, খাতা-কলম ও ইলেক্ট্রনিক্সের যাবতীয় মালামালসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অগ্নিকা-ের ঘটনা কিভাবে ঘটেছে তা জানতে তদন্ত চলছে।


     এই বিভাগের আরো খবর