,

নবীগঞ্জে কন্যা ও স্ত্রীকে পিঠিয়ে আহত ৭ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের সর্দারপুর গ্রামে আদালতে রেকর্ড সংশোধনের মামলা চলমান থাকার পর সেই আক্রোশে অতর্কিত হামলা করে স্ত্রী কন্যাদের পিঠিয়ে আহত করে ঘরে থাকা টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়ার অভিযোগ করেন। এ ঘটনায় নবীগঞ্জ থানায় ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন নিজাম উদ্দিন। অভিযোগ সুত্রে প্রকাশ- নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের সর্দারপুর গ্রামের আফতাব উদ্দিনের পুত্র নিজাম উদ্দিনের দাদার সম্পত্তির ২২ শতাংশ ভূমি নিয়ে রেকর্ড সংশোধন মামলা চলমান রয়েছে হবিগঞ্জ আদালতে। গত রোববার ১৫ সেপ্টেম্বর ওই মামলার শুনানির তারিখ ছিল। কিন্তু বিবাদীরা ওই দিন আদালতে কোন দলিল উপস্থাপন করতে পারেনি। সেই আক্রোশে পরদিন গত সোমবার ১৬ সেপ্টেম্বর সকালে রমজান মিয়ার নেতৃত্বে নিজাম উদ্দিন মিয়া বাড়িতে না থাকার সুবাধে তার স্ত্রী, কন্যাদের অতর্কিত হামলা করে আহত করে ঘরে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয়া হয়। পরে নিজাম উদ্দিন বাড়িতে এসে তার কন্যা ও স্ত্রীকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান। এ ঘটনায় তিনি নবীগঞ্জ থানায় ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। যাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন তারা হলেন- সর্দারপুর গ্রামের মৃত বেপারি মিয়ার পুত্র রমজান মিয়া, মৃত রেশম মিয়ার পুত্র ফজলু মিয়া, কলিম উল্লার পুত্র হারুন মিয়া, রমজান মিয়ার স্ত্রী মোছাঃ দিলারা বেগম, ফজলু মিয়ার স্ত্রী মোছাঃ আছমা বেগম, হারুন মিয়ার স্ত্রী মোছাঃ নাজমা বেগম, রমজান মিয়ার কন্যা মোছাঃ সীমা বেগম। থানায় অভিযোগের খবর শুনে আসামীরা ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নিতে ফঁন্দি খোঁজছে বলে জানান বাদি নিজাম উদ্দিন। থানায় অভিযোগের সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ থানার এ.এস.আই সামসুল ইসলাম।


     এই বিভাগের আরো খবর