,

হবিগঞ্জ সদর থানা পুলিশের পূজাঁ মন্ডব কমিটির সাথে সভা

জুয়েল চৌধুরী ॥ সদর থানার পুলিশ হবিগঞ্জ উপজেলার পূজাঁ মন্ডব কমিটির সাথে মতবিনিময় সভা করেছেন। গতকাল শুক্রবার সকাল ১০টায় সদর থানার প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার প্রায় ৪০টি পূঁজা মন্ডবের সভাপতি সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দরা। এতে সভাপতিত্ব করেন সদর থানার ওসি মোঃ মাসুক আলী, মত বিনিময় সভায় সুষ্ঠভাবে শারদীয় দূর্গা পূজা উদযাপনে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দিক নির্দেশনা প্রদান করে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘প্রতিমা নির্মান থেকে শুরু করে পূজা সম্পন্ন হওয়া পযর্ন্ত নিজস্ব নিরাপত্তাকর্মীর দ্বারা প্রতিমা ও পূজাঁ মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে। প্রতিটি মন্ডবে ১ থেকে ৮ তারিখ পর্যন্ত ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করতে হবে এবং নিজস্ব সেচ্ছা সেবক দ্বারা সুশৃঙ্খলভাবে দর্শনার্থীদেরকে পূজাঁ উপভোগের সুযোগ করে দিতে হবে। এ ছাড়াও স্বেচ্ছাসেবকদের নাম ও মোবাইল নং সহ পরিচয়পত্র সাথে রাখাসহ থানার ওসি বরাবরে প্রেরণ করতে হবে। তাদের কর্মপরিকল্পনা রেজিষ্টারে অন্তভুক্ত করতে হবে এবং পূজাঁ চলাকালিন সময়ে আইন শৃঙ্খলায় নিয়জিত বাহিনী এই রেজিষ্টার তদারকি করবেন। উচ্চ আওয়াজে ডিজে গান, বক্স ইত্যাদি সম্পুর্ন বন্ধ করতে হবে। পুরুষ ও মহিলা দর্শনার্থীদের জন্য আলাদা ভাবে বাঁশ দিয়ে রাস্তার ব্যবস্থা করতে হবে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে পুলিশকে অবগত করতে হবে’।


     এই বিভাগের আরো খবর