,

চুনারুঘাটে পালিত হয়েছে জাতীয় উৎপাদনশীলতা দিবস

নিজস্ব প্রতিনিধি ॥ চুনারুঘাট নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হল জাতীয় উৎপাদনশীলতা দিবস। জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প, কৃষি ও সেবাসহ বিভিন্নখাতে উৎপাদনশীলতা বাড়াতে এই দিবসটি উদযাপন করা হয়। এ বছর দিবসের মূল প্রতিপাদ্য বিষয় ‘টেকসই উন্নয়ন ও প্রবৃদ্ধির জন্য উৎপাদনশীলতা’। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলায় এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুসরাত ফাতিমার নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদ রানা, কৃশি কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন সরকার, খাদ্য কর্মকর্তা মোঃ আবুল হোসেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদ আলম, পোগ্রামিং কর্মকর্তা খায়ের উদ্দিন মোল্লাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিল্প-কারখানার মালিক, শ্রমিক ও কর্মচারিরা অংশ নেন। বেলা ১১ পরিষদ হল রুমে ‘টেকসই উন্নয়ন ও প্রবৃদ্ধির জন্য উৎপাদনশীলতা’ শীর্ষক এক সেমিনার হয়। এ সময় প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর বলেন জাতীয় অর্থনীতিতে উৎপাদনশীলতার গুরুত্ব অপরিসীম। এটি দেশের সামগ্রিক অর্থনীতির উন্নয়নের গতিকে তরান্বিত করে। উৎপাদনশীলতা এটি দেশের টেকসই উন্নয়ন তথা জনগণের জীবনযাত্রার মানোন্নয়নের অন্যতম চাবিকাঠি।


     এই বিভাগের আরো খবর