,

হবিগঞ্জে পুলিশ হেফাজতে নিহতের পরিবারকে এক লক্ষ টাকা অনুদান দিয়েছেন জি কে গউছ

সংবাদদাতা:: হবিগঞ্জে পুলিশ হেফাজতে নিহত ফারুক মিয়ার ৪ সন্তানের শিক্ষা সহায়তা হিসেবে এক লক্ষ টাকা অনুদান দিয়েছেন হবিগঞ্জ পৌরসভার টানা ৩ বারের নির্বাচিত পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি.কে গউছ। তিনি গত মঙ্গলবার বিকালে শহরের মোহনপুরে নিহতের বাসায় গিয়ে এই টাকা তুলে দেন। এ সময় জি কে গউছ নিহতের পরিবারকে শান্তনা দিয়ে ধৈর্য্য ধরার আহ্বান জানিয়ে বলেন ফারুক মিয়ার মৃত্যুর ঘটনাটি খুবই দুঃখজনক। এতে আমরা মর্মাহত হয়েছি। আমরা জানিনা তার সাথে কি করা হয়েছে। তবে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে তার মৃত্যূর কারণ উৎঘাটন করতে হবে। কেউ দুষি প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে আমরা প্রত্যাশা করি। তিনি বলেন মানুষ যেমন মরণশীল, রাষ্ট্রীয় ক্ষমতাও পরিবর্তনশীল। ক্ষমতার প্রভাবে যারা মানুষকে অত্যাচার করছে, নির্যাতন করছে তাদেরকে একদিন বিচারের মুখোমুখি হতে হবে। সেটা দুনিয়ায়ও হতে পারে, আবার আখেরাতেও হতে পারে। এ দেশে আজ বিচার ব্যবস্থা কুক্ষিগত হয়ে পড়েছে। মানুষের জানমালের নিরাপত্তা নেই। বিচারবর্হিভুত হত্যাকান্ড বেরেই চলছে। এই অবস্থা থেকে দেশকে রক্ষা করতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। তাহলেই দেশে সুশাসন ফিরে আসবে। আর সুশাসন ফিরে আসলেই মানুষ তাদের জানমালের নিরাপত্তা পাবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম নানু, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতু, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, সিনিয়র সহ-সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী প্রমুখ।


     এই বিভাগের আরো খবর