,

নবীগঞ্জে মাধুরী সুইটমিটের মালিক জান্টু পাল ও দুই কর্মচারীর উপর গৃহবধুকে গণধর্ষনের অভিযোগ

গণধর্ষনের স্বীকার মহিলাকে হুমকি-ধামকির অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে মিষ্টির দোকানে কাজ করতে এসে এক গৃহবধু গণধর্ষনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয় ধর্ষনের পর কারো কাছে মুখ না খোলার জন্য মারপিটসহ ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। পরে গুরুত্বর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বিষয়টি ধামা-চাপা দিতে একটি মহল মরিয়া হয়ে উঠেছে বলে জানা গেছে। এরকম একটি অমানবিক ঘটনা নিয়ে সর্বত্র বির্তকের আলোচনা চলছে। হবিগঞ্জ সদর হাসপাতালের গাইনী ওয়ার্ডে গতকাল সোমবার রাত ৯ টায় ধর্ষিতা তার ৩ কন্যা সন্তান নিয়ে কান্না জড়িত কন্ঠে এ প্রতিবেদকের সাথে আলাপকালে জানান, তার বাড়ী দিরাই উপজেলার ইসলামপুরে তার স্বামী মিন্টু মিয়া ২ বছর আগে তাকে ছেড়ে চলে যায়। ৩টি কন্যা সন্তান নিয়ে সে মানবেতর জীবন-যাপন করছে। নবীগঞ্জের ওসমানী রোড এলাকায় ভাড়া বাসা নিয়ে মানুষের বাসা ও দোকানে কাজ করে ৩টি কন্যা সন্তান নিয়ে অতিকষ্টে দিন যাপন করে। গত ৫ অক্টোবর শনিবার দুপুর ১২টার দিকে নবীগঞ্জ গোলচত্তর এলাকায় মাধুরী মিষ্টান্ন ভান্ডারে ১৫০ টাকা দৈনিক হাজিরায় কাজ করতে যায়। কাজের এক ফাঁকে দোকানের পিছনে একটি রুমে দরজা বন্ধ করে বানিয়াচঙ্গ উপজেলার ধানপুড়া গ্রামের মৃত করুনা দাসের পুত্র ওই মিষ্টির দোকানের কারিগর নিপেশ দাস (৩৫) ও আজমিরিগঞ্জ উপজেলার সমিপুর গ্রামের গণেশ রায়ের পুত্র ওই দোকানের কর্মচারী সুমন রায় (৩০) ও দোকানের মালিক ঝন্ডু পাল তার মুখ গামছা দিয়ে বেধে পালাক্রমে ধর্ষণ করে। পরে তার চিৎকারে আশে-পাশের লোকজন এসে পুলিশকে খবর দিলে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে নিপেশ ও সুমনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে বিকালের দিকে রহস্যজনক কারণে তাদেরকে ছেড়ে দেয়া হয়। এদিকে বিষয়টি রফা-দফা করার জন্য বিভিন্ন মহলের লোকজন রফা-দফার চেষ্টা করছে এবং ওই নির্যাতিতা মহিলাকে বিষয়টি নিয়ে বাড়া-বাড়ি না করার জন্য হুমকি-ধামকি দিচ্ছে বলে অভিযোগ করেছে। ধর্ষিতা আরও জানায়, গত দু’দিন ধরে তার ৩টি কন্যা সন্তান নিয়ে না খেয়ে দিনযাপন করছেন। এবং টাকার অভাবে ঔষধ ও কিনতে পারছেন না। হাসপাতালে তার সন্তানদেরকে অন্যরোগীদের কাছ থেকে ছেয়ে এনে খাবার দিতে হচ্ছে। আজ মঙ্গলবার তার ডাক্তারী পরিক্ষা হবার কথা আছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি বলেন, ‘ঘটনাস্থল থেকে ২ জন কে আটক করা হয়েছিল। পরে এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ বিষয়টি সমাধানের কথা বলে ছাড়িয়ে নিয়ে যান।

 


     এই বিভাগের আরো খবর