,

বানিয়াচংয়ের কাগাপাশায় গুদামসহ রাস্তা দখল করে শতাধিক স্থাপনা

আনোয়ার হোসেন:: বানিয়াচং কাগাপাশা বাজারে বানিয়াচং টু নবীগঞ্জ আঞ্চলিক মহাসড়ক দখল করে প্রায় অর্ধশত দোকানপাট গড়ে উঠেছে। শুধু তাই নয় সরকারী গুদাম এর চারপাশ ঘেরাও করে গড়ে তুলা হয়েছে অবৈধ স্থাপনা। ফলে সড়কে ঘটছে অহরহ দূর্ঘটনার পাশাপাশি তীব্র যানজট। মানুষকে পোহাতে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগ। অপরদিকে ওই বাজারে কিছু সংখ্যক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও দৃশ্যমান অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ না করায় সাধারণ মানুষের ক্ষোভের যেন শেষ নেই। আর প্রশাসন বলেছে সংশ্লিষ্ট সার্ভেয়ার দিয়ে মাপজোক শেষে নিশ্চিত হয়েই পুনরায় অভিযান চালানো হবে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার বলেন যেখানেই রাস্তা দখল, অবৈধ স্থাপনা কিংবা সরকারী ভ‚মি দখল রয়েছে সেখানেই উচ্ছেদ অভিযান অব্যাহ থাকবে। তবে তিনি বলেন সার্ভেয়ার বানিয়াচংয়ে যোগদানের আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তহশিলদার কুতুব উদ্দিন জানান ম্যাপে কাগাপাশা বাজারে কোন সরকারী গুদামের অস্তিত্ব নেই। আর সড়কের উপর অবৈধ স্থাপনা আছে কি না সে বিষয়ে সার্ভেয়ার দ্বারা পরিমাপ করতে হবে। কিন্তু সার্ভেয়ার হবিগঞ্জের পুরাতন খোয়াই নদী উচ্ছেদের কাজে নিয়োজিত থাকায় পরিমাপ করতে বিলম্ব হচ্ছে।


     এই বিভাগের আরো খবর