,

এমপিও ভুক্ত হলো যেসব শিক্ষা প্রতিষ্ঠান

সময় ডেস্ক:: শিক্ষকদের দাবির প্রেক্ষিতে ২ হাজার ৭ শত ৩০ শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার গণভবনে এক অনুষ্ঠানে তিনি এ তালিকা ঘোষণা করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। অনুষ্ঠানে সবাইকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সব যোগ্য প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। যাদেরকে এমপিওভুক্ত করা হলো তাদের এই যোগ্যতা ধরে রাখতে হবে। দীর্ঘ ৯ বছরের অপেক্ষার অবসান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল গণভবনে ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলির এমপিও ভুক্তির ঘোষণা দেন। সেই সঙ্গে নীতিমালা যথাযথভাবে মেনে চলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দিয়েছেন। ২ হাজার ৭শ’ ৩০টি এমপিও ভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে ৪৩৯টি নিন্ম মাধ্যমিক বিদ্যালয়, ৯ শত ৯৫টি মাধ্যামিক বিদ্যালয়, ৯৩টি কলেজ, ৫৬টি ডিগ্রী কলেজ, ৫ শত ৫৭টি মাদ্রাসা এবং ৫ শত ২২টি কারিগরি শিক্ষা ইনস্টিটিউশন রয়েছে।


     এই বিভাগের আরো খবর