,

চুনারুঘাট এসিল্যান্ড অফিসে কর্মচারী সংকটে জনমনে ক্ষোভ

চুনারুঘাট প্রতিনিধি:: চুনারুঘাটে এসিল্যান্ড কর্মচারী সংকটের কারণে কাজকর্মে ব্যাঘাত ঘটছে ফলে জন অসন্তোষ দেখা দিয়েছে। জানা যায়, উপজেলা এসিল্যান্ড অফিসে প্রধান অফিস সহকারি ও ৩ জন সহকারি এবং সার্ভেয়ার না থাকায় ভূমি অফিসে কাজ কর্মে ব্যাঘাত ঘটছে। ভূমি অফিসের প্রধান সহকারি রতন কুমার পাল প্রায় ২ মাস পূর্বে যোগদান করে আর অফিসে আসেননি। অফিস সহকারি অনন্ত বিজয় রায়কে ডেপুটেশনে ৬ মাস পূর্বে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে বদলি করা হয়। অপর অফিস সহকারি কৃষ্ণ কুমার সিংহকে ১ বছর ধরে ডেপুটেশনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বদলি করা হয়েছে। অপর অফিস সহকারি সাবিত্রী রানী প্যারালাইসড হয়ে বাড়িতে ভূমি অফিসের সার্ভেয়ার নাই ৯ মাস ধরে। ফলে চুনারুঘাট ভূমি অফিস থেকে নামজারি সহ সকল কাজকর্মে ব্যাঘাত ঘটছে। এর ফলে জনগণকে মাসের পর মাস জমির নামজারি করতে গিয়ে ধরনা দিতে হচ্ছে। এ নিয়ে কৃষক দিপংকর দেবনাথ টিটু জানান, ভূমি অফিসে লোকবল না থাকায় মাসের পর মাস নামজারি নিয়ে অফিসে ঘুরতে হচ্ছে। ফলে ভূমি রেজিষ্ট্রারী সহ সকল কাজকর্মে অনেক অসুবিধা হচ্ছে। এ বিষয়ে চুনারুঘাট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুসরাত ফাতিমা বলেন, আমি যোগদান করেছি ২ মাস হলো। যোগদানের পর থেকেই এখানে কর্মচারী সংকট রয়েছে ফলে অফিসের সকল কাজকর্মে ব্যাঘাত ঘটছে। বিষয়টি আমি জেলা প্রশাসক মহোদয় ও সহকারি জেলা প্রশাসক (রাজস্ব) স্যারকে অবহিত করেছি।


     এই বিভাগের আরো খবর