,

দুই এমপিসহ ২২ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

সময় ডেস্ক:: প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বেআইনি ক্যাসিনো ব্যবসা এবং অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অভিযুক্ত সরকার দলের দুই সংসদ সদস্যসহ ২২ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গতকাল বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশের বিশেষ শাখা থেকে ওই নিষেধাজ্ঞা জারি করা হয়। বিদেশ যেতে নিষেধাজ্ঞার আওতাভুক্ত দুই এমপি হলেন জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ আসনের এমপি সামশুল হক চৌধুরী এবং ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন। গত বুধবারই এই নিষেধাজ্ঞার কপি সব বিমান, স্থলবন্দরসহ সংশ্নিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। পুলিশের বিশেষ শাখায় দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত আবেদনে বলা হয়, ওই ২২ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। এ পর্যায়ে অভিযুক্তরা দেশত্যাগের চেষ্টা করছেন। তারা যাতে বিদেশে যেতে না পারেন, সে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। জানা গেছে, ওই ২২ জনের মধ্যে কারও কারও বিরুদ্ধে এরই মধ্যে মামলা করা হয়েছে। এর মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে গ্রেফতার হওয়া ৭ জন কারাগারে রয়েছেন। তালিকায় আরও যারা রয়েছেন তারা হলেন- জি কে বিল্ডার্সের মালিক এসএম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিস্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী স¤্রাট, পুরান ঢাকার সূত্রাপুরের দুই সহোদর আওয়ামী লীগ নেতা এনামুল হক এনু ও রূপন ভূঁইয়া, মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ ও বিসিবি পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া, তার স্ত্রী নাবিলা লোকমান, জাকির এন্টারপ্রাইজের মোঃ জাকির হোসেন, গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আবদুল হাই, জাপান-বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড প্রিন্টিং পেপার্সের পরিচালক মোঃ সেলিম প্রধান, মেসার্স আরমান এন্টারপ্রাইজের মালিক এনামুল হক আরমান, পুরান ঢাকার ওয়ারীর লালমোহন সাহা স্ট্রিটের আবুল কালাম আজাদ, ঢাকার মোহাম্মদপুরের ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজান, যুবলীগের বহিস্কৃত দপ্তর সম্পাদক কাজী আনিছুর রহমান ও তার স্ত্রী সুমি রহমান, বহিস্কৃত ঢাকার ওয়ার্ড কাউন্সিলর এ কে এম মমিনুল হক সাঈদ ও এনআরবি গেøাবাল ব্যাংকের সাবেক এমডি প্রশান্ত কুমার হালদার। যারা কারাগারে: তাদের মধ্যে বর্তমানে কারাগারে রয়েছেন ৭ জন। তারা হলেন জি কে শামীম, খালেদ মাহমুদ ভূঁইয়া, লোকমান হোসেন ভূঁইয়া, ইসমাইল হোসেন চৌধুরী স¤্রাট, সেলিম প্রধান, এনামুল হক আরমান ও হাবিবুর রহমান মিজান।


     এই বিভাগের আরো খবর