,

বানিয়াচংয়ে দুইপক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত শতাধিক আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে ঢাকা ও সিলেট প্রেরণ

আগ্নেয়াস্ত্রসহ বিভন্ন ধরনের দেশীয় অস্ত্র-সস্ত্র উদ্ধার

জুয়েল চৌধুরী ॥ বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে দুইপক্ষের সংঘর্ষে পুলিশসহ শতাধিক লোক আহত হয়েছে। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্রসহ বিভন্ন ধরনের দেশীয় অস্ত্র-সস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় উভয় পক্ষের প্রায় ১’শ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই গ্রামের তোফাজ্জল হোসেন ও স্থানীয় ইউপি মেম্বার জানে আলমের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল উভয় পক্ষ দেশীয়
অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িত পড়ে। প্রায় ২ ঘন্টা ব্যাপী দফায়-দফায় এ সংঘর্ষ চলে খবর পেয়ে বানিয়াচং থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল-গুলি এবং অসংখ্য দেশীয় অস্ত্র জব্দ করা হয়। পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের বর্তমান ইউপি মেম্বার কাজী জানে আলম এবং মতি মিয়া তালুকদারের ছেলে জেলা ছাত্রলীগের সদস্য তোফাজ্জল হক তালুকদারের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে গত বুধবার গ্রামের কয়েকজনের শিশুর মধ্যে ঝগড়া হয়। বিষয়টি রাতে মিমাংসা করে দেন ইউপি মেম্বার কাজী জানে আলম। এরই জের ধরে গতকাল বৃহস্পতিবার সকালে তোফাজ্জল তালুকদারের লোকজন ও ইউপি মেম্বার জানে আলমের লোকজন দেশী-অগ্নোয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে ১০ জনলোক টেটাবিদ্ধসহ শতাধিক লোক আহত হয়। এরমধ্যে গুরুতর আহত অবস্থায় টেটাবিদ্ধ কাজী আব্দাল মিয়া, কাজী আব্দুল্লাহ, কাজী বেনু মিয়া, কাজী কবির আনছারী, স্বপন মিয়া, আবুল খায়ের, সালমান মিয়া, তোফায়েল মিয়া, ইউপি মেম্বার কাজী জানে আলম, বাছির মিয়া, কাজী মাছুম, কাজী নোমান, কাজী মনির, শামীম মিয়া, কাজী জুয়েল, ফারুক মিয়া, ফখরুক মিয়া, উজ্জ্বল মিয়া, নোমান মিয়া, সালেক মিয়া, সোহেল মিয়া ও রাহাত মিয়াকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ৮ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা ও সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম ও সুজাতপুর ফাঁড়ির ইনচার্জ দ্রুবেশ চক্রবর্তীসহ পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ৪ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম জানান, ছাত্রলীগ নেতা তোফাজ্জল হক তালুকদারের বাড়িতে অভিযান চালিয়ে তার বিছানার নিচ থেকে একটি দেশীয় তৈরী পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া গ্রামের বিভিন্ন বাড়ি থেকে শতাধিক টেটা, ফিকলসহ দেশীয় অস্ত্র ও ঢাল উদ্ধার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


     এই বিভাগের আরো খবর