,

হবিগঞ্জে ফেসবুক অপব্যবহার ও গুজব নিয়ে পুলিশের আলোচনা সভা

রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ ফেইসবুকের অপব্যবহার গুজবে বিভ্রান্তি দূরীকরন ও সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখার লক্ষ্যে ধর্মীয় নের্তৃবৃন্দকে নিয়ে গত বুধবার দুপুরে সচেনতামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সদর মডেল থানায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ওসি মোঃ মাসুক মিয়া। প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মোঃ রবিউল ইসলাম এবং আওয়ামীলীগ নেতা ও জেলা কমিউনিটি পুলিশের সেক্রেটারী সাবেক পৌর মেয়র শহীদ উদ্দিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষানবীস দুইজন মহিলা এএসপি সহ জেলা শহর হবিগঞ্জের বিভিন্ন মসজিদের ইমাম, পরিচালনা কমিটির সভাপতি-সাধারন সম্পাদক ও কমিউনিটি পুলিশীংয়ের সভাপতি-সাধারণ সম্পাদক সহ নানা ধর্মীয় নেতৃবৃন্দ। সভায় পুলিশের পক্ষ থেকে পুলিশ কর্মকর্তা রবিউল ইসলাম ধর্মীয় নেতৃবৃন্দকে ফেসবুক হ্যাক করা, পবিত্র ধর্ম ইসলামকে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা, ধর্মীয় উস্কানী দিয়ে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করা এবং এ নিয়ে না বুঝে মিছিল-সমাবেশ করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার ব্যাপারে সদা সর্তক থাকার আহবান জানিয়ে বলেন, প্রতিটি মসজিদে যেন মুসল্লীদেরকে এসব বিষয়ে সচেতন করা হয়। সেই সাথে ভোলার মতো যে কোন অঘটন রোধে হবিগঞ্জ শহর তথা জেলার সর্বত্র শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বাথে ধর্মীয় নেতৃবৃন্দকে বিশেষ অগ্রণী ভূমিকায় অবর্তীণ হওয়া ও সর্তক থাকার আহবান জানায় পুলিশ।


     এই বিভাগের আরো খবর