,

সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদের পিতার ইন্তেকাল “বিভিন্ন মহলের শোক”

সংবাদদাতা ॥ বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ বশীর আহমদের পিতা আলহাজ্ব মাওঃ সরফ উদ্দিন মাস্টার (৯০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ……রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, ৭ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহি ও স্বজন রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা সদরের কাজী মহল্লা নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। গতকাল বাদ এশা বড় বাজার দারুল কোরআন টাইটেল মাদরাসা মাঠে সর্বস্থরের মানুষের উপস্থিতিতে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। আলহাজ্ব সরফ উদ্দিন ছিলেন পেশায় একজন শিক্ষক, খোদাভীরু আলেমেদ্বীন এবং ক্লিন ইমেজের ব্যক্তিত্ব। বড় বাজার মডেল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাতুকর্ণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ের সুনামধন্য প্রধান শিক্ষক হিসেবে সবার কাছে তিনি সমাদৃত ছিলেন। যার ফলশ্রুতিতে অনেক ছাত্রকে জানাযার নামাজের প্রাক্কালে কাঁদতে দেখা গেছে। মরহুম সরফ উদ্দিন মাস্টারের মৃত্যুতে গভীর  শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন হবিগঞ্জ-২ আসনের এমপি এড. আব্দুল মজিদ খান, বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক, হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়য় যুগ্ম আহ্বায়ক জি.কে গউছ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি  আমীর হোসেন মাস্টার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান, দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম মস্তুফা রফিক, রেজাউল মোহিত খান,  লুৎফুর রহমান, মুজিবুল হোসেন মারুফ, চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, মাওঃ সিরাজুল ইসলাম, সাংবাদিক শিব্বির আহমদ আরজু, আনোয়ার হোসেন,ও আব্দাল মিয়া। জানাযার নামাজের ইমামতি করেন মরহুমের সন্তান মাওঃ শেখ মহিউদ্দিন।


     এই বিভাগের আরো খবর