,

উৎসব মুখর পরিবেশে জেলা আওয়ামীলীগের সম্মেলন ও কাউন্সিল আয়োজনের সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে উৎসব মুখর পরিবেশে সম্মেলন এবং ভোটের মাধ্যমে কাউন্সিলে কমিটি গঠনের আওয়ামীলীগের যে দীর্ঘ ঐতিহ্য তা ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ। এবারও উৎসব মুখর পরিবেশে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে। এ লক্ষে সম্মেলন বাস্তবায়নসহ বিভিন্ন উপ-কমিটি ঘোষনা এবং কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত দলীয় কার্যালয়ে জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট মো. আবু জাহির এমপির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপির পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী ১০ ডিসেম্বর সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলায় সম্মেলন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় অধিবেশনে জেলা পরিষদ অডিটরিয়ামে কাউন্সিল অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সড়ক এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম-মহাসচিব মাহবুবুল আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির এমপি এবং পরিচালনা করবেন সাধারন সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি। সকল উপজেলার সভাপতি এবং সাধারন সম্পাদক স্ব স্ব ইউনিটের পতাকা উত্তোলন করবেন। কাউন্সিলে ৮টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। সভাপতি ও সাধারন সম্পাদকের পাশাপাশি ৩টি যুগ্ম-সাধারন সম্পাদক ও ৩টি সাংগঠনিক সম্পাদক পদে ভোট গ্রহণ হবে। ২৫৯জন কাউন্সিলার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আগ্রহী প্রার্থীরা ৩০ নভেম্বরের মাঝে নির্ধারিত মনোনয়ন ফি জমা দিয়ে প্রার্থী হওয়ার জন্য আবেদন করতে পারবেন। নির্বাচন পরিচালনার জন্য জাতীয় কমিটির সভাপতি শহীদ উদ্দিন চৌধুরীকে আহবায়ক, সহ-সভাপতি এডভোকেট সিরাজুল হক চৌধুরীকে যুগ্ম আহবায়ক, এডভোকেট আবুল ফজলকে সদস্য সচিব ও এডভোকেট আফিল উদ্দিন এবং এডভোকেট হুমায়ুন কবির সৈকতকে সদস্য করে কমিটি গঠন করা হয়। সম্মেলন প্রস্তুতি কমিটিরও আহবায়ক করা হয়েছে শহীদ উদ্দিন চৌধুরীকে। এডভোকে আবুল ফজলকে সদস্য সচিব করা হয়েছে এই কমিটির। অভ্যর্থনা কমিটির আহবায়ক করা হয়েছে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট সিরাজুল হক চৌধুরীকে। প্রচার ও সাজসজ্জা কমিটির আহবায়ক করা হয়েছে সহ-সভাপতি শরীফ উল্লাকে। এই কমিটিতে কাজ করবেন আরও দুই সহ-সভাপতি শেখ সামছুল হক, মুকুল আচার্য্য, সম্পাদক শামীম আহমেদ ও এডভোকেট শাহ কুতুব উদ্দিনকে। শৃঙ্খলা ও খাদ্য কমিটির দায়িত্ব প্রদান করা হয়েছে হবিগঞ্জ পৌর আওয়ামীলীগকে। এদিকে সম্মেলনকে সামনে রেখে বিভিন্ন উপজেলায় সম্মেলন এবং যেখানে সম্মেলন আয়োজন সম্ভব হবে না সেখানে বর্ধিত সভা আয়োজনের কর্মসূচি ঘোষনা করা হয়েছে। এর মাঝে ২৩ নভেম্বর বিকেল ৩টায় বাহুবল উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। ২৭ নভেম্বর সকালে বানিয়াচং উপজেলায় এবং বিকেলে আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। ২৮ নভেম্বর সন্ধ্যায় হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। ২৯ নভেম্বর  মাধবপুর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। ৩০ নভেম্বর বিকেল ৩টায় চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। ডিসেম্বরের ১ তারিখ সকালে নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। ২ ডিসেম্বর বিকেল ৩টায় শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। ৩ ডিসেম্বর লাখাই উপজেলা আওয়ামীলীগের সম্মেল অনুষ্ঠিত হবে। ৪ ডিসেম্বর সকালে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ ও লাখাই উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। সকল সম্মেলন ও বর্ধিত সভায় জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।


     এই বিভাগের আরো খবর