,

হবিগঞ্জে বিশ্ব এইডস দিবস পালন

নিজস্ব প্রতিনিধি ॥ “এইডস নিমূর্লে প্রয়োজন, জনগণের অংশগ্রহণ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হবিগঞ্জে বিভিন্ন আয়োজানের মধ্যদিয়ে বিশ্ব এইডস দিবস পালন করা হয়। এ উপলক্ষ্যে গতকাল রোববার সকালে সিভিল সার্জন কার্যালয় হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। বিভিন্ন সরকারী বেসরকারী এবং জনপ্রতিনিধিগণ র‌্যালিতে অংশগ্রহণ করেন। সিভিল সার্জন ডাঃ এ কে এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অমিতাভ পরাগ তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফজলুল হক, ডেপুটি সিভিল সার্জন শোভন কুমার বসাক, হাসপাতল সুপার ডাঃ রতীন্দ্র চন্দ্র দেব প্রমুখ। কলিম উল্লাহ শিকদারের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোখলেছুর রহমান উজ্জল। বক্তাগণ বলেন, জনসচেতনতার মাধ্যমেই একমাত্র এইডস প্রতিরোধ করা সম্ভব। অরক্ষিথ যৌন মিলন থেকে বিরত থাকতে হবে এবং ব্যবহৃত সুচ সিরিঞ্জ পুরনায় ব্যবহার করা যাবেনা।


     এই বিভাগের আরো খবর