,

নবীগঞ্জে হালিতলা গ্রামে বাল্য বিবাহের ঘটনায় ইউএনও বরাবর অভিযোগ

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হালিতলা বারইকান্দি গ্রামে বাল্যবিবাহের ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে। গত ৪ ডিসেম্বর বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন-হাসানের বরাবর এলাকাবাসীর পক্ষে অভিযোগ দায়ের করেন আব্দুর রুপ। অভিযোগের বিবরণে জানাযায়, গত ২৮ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাতে নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হালিতলা বারইকান্দি গ্রামের খায়েদ মিয়ার কন্যা ও চতুর্থ শ্রেণীতে পড়–য়া ছাত্রী লাভলী আক্তারকে সিলেটের ভুলাগঞ্জের শিকডার গ্রামের ২ সন্তানের জনক ফারুক মিয়ার নিকট বিয়ে দেয়া হয়। কিছু গ্রাম্য মোড়লদের সহযোগীতায় বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত নিষিদ্ধ বাল্য বিয়ের আইন অমান্য করে  বড় অংকের টাকার বিনিময়ে আকত ও বিয়ের কাজ সম্পন্ন হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।


     এই বিভাগের আরো খবর