,

দুই আইনজীবির কাঁধে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের দায়িত্ব ভার

হবিগঞ্জ প্রতিনিধি ॥ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামীলীগে দুষিত রক্ত রাখা হবে না। বিশুদ্ধ রক্ত সঞ্চালন করা হবে। যারা টেন্ডারবাজ, চাঁদাবাজ দুর্নীতিবাজ, সন্ত্রাসী, মাদকসেবীকে দলে টানবেন কিংবা তৃনমুলের ত্যাগী নেতাকর্মীদের কোনঠাসা করে জমিদারি আচরন করবেন তাদের স্থান আওয়ামীলীগে নেই। নিজের পকেটের উন্নয়ন নয়, জনগনের উন্নয়নের জন্য যারা কাজ করেন তারা নেতৃত্বে আসবেন। একটি কিন ইমেজের দল হিসেবে গড়ে তোলার শপথ নেওয়ার আহবান জানিয়ে তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, আসুন শেখ হাসিনার শুদ্ধি অভিযানকে সফল করি। গতকাল বুধবার দুপুরে জেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। জেলা প্রশাসক কার্যালয় চত্বরে নিমতলায় এ সম্মেলনের সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আবু জাহির এমপি। সাধারন সম্পাদক আব্দুল মজিদ খান এমপির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, কেন্দ্রিয় কমিটির যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও মিছবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রিয় কমিটির সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি, গাজী মোঃ শাহনেওয়াজ এমপি। স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী। ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তি ও মুজিব বর্ষের মতো দুটি বিশাল উদযাপনকে সামনে রেখে দলকে টেকনোলজির সাথে ট্র্যাডিশন, মর্ডানিটির সাথে আইটি, রিয়েলিটির সাথে আইডিয়োলিজমকে সমন্বয় করে আওয়ামীলীগকে এগিয়ে নেব। তিনি বলেন, ১৭৫৭ সালে পলাশীর প্রান্তরে নবাব সিরাজদ্দৌল্লা তৎপরবর্তীতে খুদিরাম, সূর্য্যসেন, প্রীতিলতা, মওলানা মনিরুজ্জামান জীবন দিলেও বাংলার স্বাধীনতা আসেনি। স্বাধীনতা এসেছে টুঙ্গিপাড়ার জন্ম নেওয়া জাতির শ্রেষ্ট সন্তান শেখ মুজিবুর রহমানের হাত ধরে। বিএনপি সংখ্যালঘু বান্ধব দল মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন তার বক্তব্য শুনে হাসবো না কাঁদব ভেবে পাচ্ছিনা। ২০০১ সালে নির্বাচনের পর সংখ্যালঘুদের উপর বিএনপি যে হামলা, নির্যাতন, লুটপাট হয়েছে তা ৭১ এর বর্বরতাকেও হার মানিয়েছে। এদেশে আওয়ামীলীগ ছাড়া সংখ্যালঘু বান্ধব কোন দল নেই। পরে সম্মেলনে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃত্ব দুই আইনজীবী রাজনীতিকের কাঁধে তুলে দেয়া হয়। বর্তমান সভাপতি আবু জাহির এমপিকে পুনরায় সভাপতি ও সহ-সভাপতি আলমগীর চৌধুরী এডভোকেটকে সাধারণ সম্পাদক এবং বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট মজিদ খান এমপি কে দলের জাতীয় পরিষদ সদস্য পদে নাম ঘোষনা করেন।


     এই বিভাগের আরো খবর