,

হবিগঞ্জের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে প্রায় শতাধিক অবৈধ ভাঙ্গারী ব্যবসা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিভিন্ন স্থানে প্রায় শতাধিক অবৈধ ভাঙ্গারী ব্যবসা গড়ে উঠেছে। এরমধ্যে কামড়াপুর-নছরতপুর বাইপাস সড়কেই রয়েছে অধিকাংশ ভাঙ্গারী ব্যবসার দোকান। শহরের উমেদনগর, বানিয়াচঙ্গ রোড, নবীগঞ্জ রোড, বাইপাস রোডের চৌধুরী বাজার, কোর্ট স্টেশন, লাখাই রোড, ২নং পুল বাইপাস রোড, বাস টার্মিনাল বাইপাস রোড, পোদ্দারবাড়ী, ধুলিয়াখার, ভাঙ্গারপুর, শায়েস্থাগঞ্জ, ওলিপুর, মাধবপুর, বাহুবল, মিরপুর, পানিউমদা, আউশকান্দি, নবীগঞ্জ, বানিয়াচঙ্গসহ জেলার অধিকাংশ পাড়া মহল্লায় এই অবৈধ লাভবান ভাঙ্গারী ব্যবসা সিন্ডিকেটের মাধ্যমে গড়ে উঠেছে। আর এসব ব্যবসার আড়ালে বিভিন্ন সরকারী-বেসরকারী চোরাইমাল বিক্রি করে শুণ্য থেকে কোটিপতি হচ্ছে বিভিন্ন ভাঙ্গারী ব্যবসায়ীরা। অভিযোগ রয়েছে রাতের আধারে এক ধরণের চিচকে চোর, নামকরা দাগী বিদ্যুতের তার ও ট্রান্সফরমার চোরদের সাথে ওই ভাঙ্গারী ব্যবসায়ীদের সাথে আতাত রয়েছে। এগুলো বন্ধ না হলে সাধারণ মানুষ ও সরকারী সম্পদ রক্ষা করা কঠিন হবে বলে মনে করছেন সচেতন মানুষ। শুধু তাই নয়, বিভিন্ন চোরাইমাল হকার ও টুকাইদের কাছ থেকে স্বল্পমুল্যে ক্রয় করে ট্রাক ও লরি বোঝাই করে দেশের বিভিন্ন স্থানে পাচার করছে তারা। এসব অবৈধ ব্যবসা করতে ব্যবসায়ীদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন অনুমোদন নেই। কিন্তু প্রশ্ন হলো কিভাবে তারা নির্বিঘেœ ওই ব্যবসা চালিয়ে যাচ্ছে। প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে চালিয়ে যাচ্ছে ওই অবৈধ ব্যবসা। তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে পুরো জেলায় এই অবৈধ ব্যবসা প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ করে দেয়া হয়েছিল। কিন্তু প্রায় ২/৩ বছর বন্ধ থাকলেও পরবর্তীতে আবারও প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীদেরকে মাসোয়ারা দিয়ে পূনরায় গড়ে উঠে অবৈধ ভাঙ্গারী ব্যবসা। যদি এ ব্যবসা থামানো না হয় তাহলে চুরি, ডাকাতি দমন করা সম্ভব হবে না। সরেজমিনে ঘুরে দেখা গেছে হবিগঞ্জ শহরের বিভিন্নস্থানে শতাধিক ভাঙ্গারী দোকান রয়েছে। বেশীর ভাগ দোকানই দেখা গেছে সরকারী টিউবওয়েল, সিএনজি অটোরিক্সা, টমটম মোটর সাইকেলের বডি, সরকারী পাইপ, বৈদ্যুতিক তামার তার, বিদ্যুতের সরকারী সরঞ্জাম, সড়ক ও জনপথ বিভাগের ব্রীজের স্লিপার ও এঙ্গেল, নাট বল্টুসহ বিভিন্ন প্রকারে ভাল ভাল জিনিষ চুরি করে ভাঙ্গারী হিসেবে বিক্রি করা হচ্ছে। স্বল্প পূজিতে উক্ত ব্যবসায় বেশি লাভ হওয়ায় অল্পদিনে কোটিপতি বনে যাচ্ছে অনেক ভাঙ্গারী ব্যবসায়ীরা এবং এই ব্যবসায় দিন দিন ঝুকে পড়ছে লোকজন।


     এই বিভাগের আরো খবর