,

আজ শুরু হচ্ছে হবিগঞ্জে সপ্তাহ ব্যাপী বইমেলা

স্টাফ রিপোর্টার ॥ আজ (মঙ্গলবার) থেকে হবিগঞ্জে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী বইমেলা। এ ব্যাপারে গতকাল সোমবার বিকেলে নিজ সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক কামরুল হাসান। সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নুরুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক মর্জিনা বেগম। গতকাল দুপুরে শহরের নিমতলা প্রাঙ্গণে মেলার উদ্বোধন করবেন সংস্কৃতিক প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি। জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এড. আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এড. আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ্ নেওয়াজ। মেলা চলবে আগামী ৬ই জানুয়ারি পর্যন্ত। এছাড়া মেলা উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় থাকবে স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ব্যাপারে জেলা প্রশাসক কামরুল হাসান জানান, শিক্ষার্থীদের ও সাধারণ মানুষের কাছে বইকে জনপ্রিয় করতে আমরা ৭ দিনব্যাপী বইমেলার আয়োজন করেছি। আমরা চেষ্টা করেছি দেশের স্ব-নামধন্য প্রকাশনাগুলোর পাশাপাশি স্থানীয় বই বিক্রেতা এবং লেখকরাও যাতে মেলায় অংশগ্রহণ করতে পারেন। মোবাইল ও ইউটিউবের যুগে আমাদের সন্তানরা এখন আর আগের মতো বইমুখী হচ্ছে না। তাদেরকে যেকোন মূল্যে বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে হবে। তাই আমরা অভিভাবকদের অনুরোধ করছি তারা যাতে তাদের সন্তানদের নিয়ে বইমেলায় আসেন। এদিকে আগামীকাল সকাল থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী নজরুল সম্মেলন। আজ মঙ্গলবার সকাল ১১টায় সম্মেলনের উদ্বোধন করবেন সংস্কৃতিক প্রতিমন্ত্রী কে,এম খালিদ এমপি।


     এই বিভাগের আরো খবর