,

নবীগঞ্জ পৌরসভা কর্তৃক ‘টি.এল. সি.সি’র বিশেষ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ পৌরসভার জননন্দিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেছেন- ‘নবীগঞ্জ পৌরবাসীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে শহর সমন্বয় কমিটি পৌর পরিষদকে সঠিক নির্দেশনার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’ উক্ত সভায় নারী সদস্যদের উপস্থিতি আশানুরূপ হওয়ায় নারীনেতৃবৃন্দকে সভার পক্ষ থেকে তিনি অভিনন্দন জানান। তিনি নবীগঞ্জ শহরের সার্বিক উন্নয়নে টিএলসিসি, পৌর-পরিষদ, অফিসের কর্মকর্তা-কর্মচারী সহ পৌরসভার সকল শ্রেণি-পেশার নাগরিকবৃন্দের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি পৌরকর সম্পর্কে বলেন,‘ পৌরসভার উন্নয়নে পৌরকরের বিকল্প নেই। সম্মানীত করদাতাগণ পৌরকর প্রদানে আরও ব্যাপক সহযোগিতার মাধ্যমে পৌরসভাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে সার্বিক সহযোগিতা করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি ধৈর্য সহকারে টি.এল.সি.সি’র সদস্যবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানের শুরুতে পৌরসভায় ‘ওয়াটার সাপ্লাই’র কাজ শুরু হয়ে গেছে বলে শুভ সংবাদটি তিনি দেন এবং পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরেন। তিনি আজ ৩১ ডিসেম্বর ২০১৯ইং সকাল ১১ ঘটিকায় নবীগঞ্জ পৌরসভার কনফারেন্স রুমে শহর উন্নয়ন কমিটির সভায় সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন অধ্যাপক মুজিবুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুন নূর, পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, কাউন্সিলর মো. আঃ সালাম, কাউন্সিলর ও দৈনিক হবিগঞ্জ সময় সম্পাদক মো. আলাউদ্দিন, কাউন্সিলর মো. কবির মিয়া, কাউন্সিলর মো. সুন্দর আলী, কাউন্সিলর প্রাণেশ চন্দ্র দেব উপ-সহকারী প্রকৌশলী মো. শহিদুল হক, হবিগঞ্জ উন্নয়ন সংস্থার ব্যবস্থাপক মো. আলমগীর, হবিগঞ্জ জেলার সড়ক ও জনপথ বিভাগের উপ সহকারী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, সাবেক সংরক্ষিত কাউন্সিলর দেবলা দাশ, ফুর্শিদা ইয়াসমিন, যুথিকা দাশ, আনন্দ নিকেতন সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি জীবেশ গোপ, মাজেদা চৌধুরী, শাহানা বেগম ডেইজী, ফুলন দাশ, আসমা বেগম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন- সংরক্ষিত কাউন্সিলর মোছা. রুকেয়া বেগম ও সৈয়দা নাসিমা বেগম, কাউন্সিলর মো. জাকির হোসেন, পৌর সচিব মো. আজম হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিন, সেনেটারি ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী, কর আদায়কারী আলহাজ্ব মোহাম্মদ ইকবাল আহমেদ, প্রধান সহকারী সরাজ মিয়া, সাঁট লিপিকার সুরঞ্জিত দাশ, সহকারী কর আদায়কারী পৃথ্বিশ চক্রবর্ত্তী, সার্ভেয়ার মো. সোহাগ হোসেন, কার্য সহকারী মো. আবু মুসা, টিকাদান সুপারভাইজার এলেমান আহমেদ চৌধুরী, হিসাব সহকারী জুয়েল চৌধুরী, নিম্নমান সহকারী কাম-মুদ্রাক্ষরিক দিপংকর সরকারসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


     এই বিভাগের আরো খবর